শনিবার রাতে একটি দলছুট বুনো দাঁতাল হাতি হামলা চালাল বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভগের চ্যাংমারি বনাঞ্চল লাগোয়া চ্যাংমারি গ্রামে। হাতির হানায় এক গ্রামবাসী গুরুতর জখম হয়েছেন। তাঁকে কামাখ্যাগুড়ি ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতিটি রাত ১০টা নাগাদ গ্রামের একটি বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলে হাতিটি। এলাকায় ৫০টি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
|
গভীর জঙ্গলে আরও কোনও জখম বা মৃত হাতি রয়েছে কি না তা দেখতে রবিবার গরুমারা থেকে দুটি কুনকি নিয়ে গিয়ে মরাঘাট জঙ্গলে তল্লাশি চালাল বন দফতর। টানা তিন ঘণ্টা গভীর জঙ্গলে তল্লাশি চালিয়েও হাতির খোঁজ মেলেনি। |