পরীক্ষায় এক উত্তর লিখেও মিলেছে ভিন্ন নম্বর, ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পরীক্ষায় একই উত্তর লিখেও নম্বর মিলেছে আলাদা, এই অভিযোগে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ের রাজ কলেজ স্টাডি সেন্টারের কো-অর্ডিনেটার নিরুপমা গোস্বামীকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখলেন ছাত্রছাত্রীরা। কলেজের অধ্যক্ষ সুভাষচন্দ্র নন্দী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে ঘেরাও উঠে যায়। ছাত্রছাত্রীদের অভিযোগ, দুই শিক্ষক অঙ্কুর কোঙার ও বিশ্বনাথ সাহা বি এ ইংরেজি অনার্সের খাতা দেখে যে নম্বর দিয়েছেন, তা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। অভিযোগ, এক শিক্ষক একটি উত্তর লেখা খাতায় ৪৫ থেকে ৭৫ নম্বর দিয়েছেন ও অন্য জন ২০ থেকে ৪৫-র বেশি নম্বর দেননি। নিয়ম অনুযায়ী, অ্যাসাইনমেন্টের শতকরা ৩০ ভাগ নম্বর বাদ দিয়ে মূল নম্বরের সঙ্গে যোগ করতে হয়, সেটাও মনে রাখেননি এক শিক্ষক। দুই শিক্ষকই দাবি করেছেন, তাঁরা কর্তৃপক্ষের নির্দেশ মতো নম্বর দিয়েছেন। রাজ কলেজের অধ্যক্ষ সুভাষচন্দ্র নন্দী বলেছেন, “ওই দুই শিক্ষকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা হবে। খাতাগুলি নতুন করে পরীক্ষা করা হবে।” |
রাস্তায় মিলল দেহ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রাস্তায় পড়ে থাকা এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে ৬০ নম্বর জাতীয় সড়কে রানিগঞ্জের ওল্ড বাসস্ট্যান্ডের কাছে দেহটি পড়ে ছিল। মৃতের নাম বাবলু বাউড়ি (২৫)। বাড়ি জামুড়িয়ার দামোদরপুরে। পুলিশ জানায়, এ দিন বাঁকুড়া থেকে রানিগঞ্জ আসার পথে বাসেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর এক সঙ্গীও ছিলেন। বাস থেকে নেমে রাস্তার পাশেই শুয়ে পড়েন বাবলুবাবু। পালিয়ে যায় তাঁর সঙ্গীও। দেহটি আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। |
পুড়ে মৃত্যু বধূর
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বধূর। শনিবার রাতে কাঁকসা থানার গোপালপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম অদিতি দত্ত (২০)। বাড়িতেই মারা যান তিনি। |
দুর্গাপুর
বিবেকানন্দের উপর পোস্টার প্রদর্শনী। তথ্য কেন্দ্র। সকাল ১১ টা
থেকে বিকাল ৫টা। উদ্যোগ: মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর।
হিরাপুর
ফুটবল প্রতিযোগিতা। ২ নম্বর মাঠ। বিকাল ৪টা। উদ্যোগ: নিউ টাউন ফুটবল কমিটি।
জামুড়িয়া
পালাকীর্তন। ঘোষপাড়া, বীরকুলটি। রাত দশটা।
পালাকীর্তন। হিজলগড়া ধর্মরাজ তলা। রাত দশটা। |