তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ
ত্তীসগঢ়ের সুকমার ঘটনার পরে এ রাজ্যে মাওবাদী হামলার আশঙ্কার মধ্যেই পুরুলিয়া জেলার মাওবাদী-প্রভাবিত এলাকা বলে পরিচিত বরাবাজারে বিস্ফোরণের ঘটনা ঘটল। শুক্রবার রাতের ওই ঘটনায় এক তৃণমূল নেতার বাড়ির পাঁচিলের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
ওই নেতা এবং জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ ঘটনার পিছনে যৌথ ভাবে সিপিএম ও মাওবাদীদের হাত থাকার অভিযোগ করেছেন। অভিযোগ মানেননি বরাবাজারের বাসিন্দা এবং সিপিএমের জেলা সম্পাদক মণীন্দ্র গোপ। তাঁর মন্তব্য, “দেহরক্ষী চাওয়ার জন্য এটা ওই তৃণমূল নেতারই কৌশল হতে পারে।”
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানাচ্ছে, বাড়ির দরজার কাছে মাটি খুঁড়ে কৌটো-বোমা রেখে বিদ্যুৎ সংযোগের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় এক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পুলিশ অবশ্য ঘটনাস্থল থেকে বিদ্যুতের তার পায়নি। পুলিশ সুপার সি সুধাকর বলেন, “ওই বিস্ফোরণ কাদের কাজ, তা স্পষ্ট নয়। পুলিশ তদন্ত করছে। বিস্ফোরণস্থলের নমুনা সংগ্রহ করা হয়েছে।”
বিস্ফোরণের পরে। পুরুলিয়ার বরাবাজারে। —নিজস্ব চিত্র
বিস্ফোরণ ঘটে বরাবাজারের রাজাপাড়ায় তৃণমূলের পুরুলিয়া জেলা কমিটির অন্যতম সম্পাদক আদিত্য সিংহ মল্লের বাড়ির চৌহদ্দিতে। আদিত্যবাবুর স্ত্রী সুস্মিতা সিংহ মল্ল মহিলা তৃণমূলের জেলা সাধারণ সম্পাদিকা। আদিত্যবাবু বলেন, “রাত পৌনে ১টায় কানফাটা আওয়াজে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখি, বাড়ির পাঁচিলের একাংশ ও গ্রিলের সদর দরজা বিস্ফোরণে ভেঙে গিয়েছে। বাইরে বেরিয়ে কাউকে দেখিনি।” ওই বাড়ির ৫০০ মিটারের মধ্যেই বরাবাজার থানা। মল্ল দম্পতির দাবি, “সিপিএম-আশ্রিত মাওবাদীরাই এই কাণ্ড ঘটিয়েছে। ৭ মে ডাকযোগে ‘ইন্ডিয়ান পিপলস লিবারেশন আর্মি’র (আইপিএলএ) প্যাডে লাল রঙের কালিতে আমাদের চিঠি পাঠিয়ে তৃণমূল ছাড়ার হুমকি দেওয়া হয়। দল না ছাড়লে পরিণাম ভয়ঙ্কর হবে বলে শাসানি দেওয়া হয়েছিল। হিন্দিতে লেখা ওই চিঠি এসেছিল জনৈক ছোটু মাহাতোর নামে। ভোটের মুখে আমাদের ভয় দেখানোর জন্য সিপিএম ও মাওবাদীরা এই কাণ্ড ঘটিয়েছে।” হুমকি-চিঠির বিষয়টি আদিত্যবাবু ১৭ মে বরাবাজার থানায় লিখিত ভাবে জানিয়েছিলেন।
দু’সপ্তাহ আগে মন্ত্রী মলয় ঘটককে ‘আইপিএলএ’-র নাম করেই হুমকি চিঠি পাঠানো হয়েছিল। পরে পুলিশ জানিয়েছিল, ঘটনার পিছনে মাফিয়াদের হাতও থাকতে পারে। রাজ্য গোয়েন্দা শাখার (আইবি) এক কর্তা বলেন, “ইন্ডিয়ান পিপলস লিবারেশন আর্মি নামে মাওবাদী বা তাদের সমর্থক কোনও সংগঠনের নাম আমাদের জানা নেই। পঞ্চায়েত নিবার্চন আসন্ন। এই ধরনের অদ্ভুত কিছু সংগঠনের নাম করে এখন অনেক কার্যকলাপ হতে পারে।”
তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, “আদিত্যবাবুকে হুমকি চিঠি দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় যে বা যারা জড়িত, পুলিশকে তাদের চিহ্নিত করতে বলেছি। ”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.