১৮ ফুট উঁচু খাঁচা টপকে পালাল একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার। শুক্রবার রাতে ভূবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানার ঘটনা। প্রশাসন জানিয়েছে, নন্দনকাননের মুক্তাঞ্চলের কোথাও বাঘটি পালিয়েছে। সেটির খোঁজে তল্লাশি শুরু করেছেন বনকর্মীরা। দর্শকদের নিরাপত্তার কারণে আপাতত নন্দনকাননের ‘টাইগার সাফারি’ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওড়িশার বন ও পরিবেশ মন্ত্রী বিজয়শ্রী রাউতরায় বলেন, “এ নিয়ে বন দফতর সতর্ক রয়েছে। পর্যটকদের ভয়ের কোনও কারণ নেই।” নন্দনকানন সূত্রের খবর, গত ২৯ এপ্রিল চিড়িয়াখানার লাগোয়া জঙ্গল থেকে ছ’বছরের পুরুষ বাঘটি সেখানে ঢুকে পড়েছিল। নন্দনকাননে ‘টাইগার সাফারি’তে ওই বাঘটিকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ওড়িশার প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) জে ডি শর্মা বলেন ‘‘ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির নির্দেশিকা মেনে বাঘটিকে ‘টাইগার সাফারি’তে একটি ঘেরাটোপের ভিতরে রাখা হয়েছিল।” চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানান, ওই ঘেরাটোপের বেড়া টপকে নন্দনকাননের মুক্তাঞ্চলের ভিতর পালায় বাঘটি। ঘেরাটোপের পাঁচিলে বাঘটির পায়ের দাগ মিলেছে। ‘পলাতক’ ওই রয়্যাল বেঙ্গল টাইগারকে খোঁজার জন্য নন্দনকানন-লাগোয়া জঙ্গলের কয়েকটি জায়গায় ক্যামেরা বসানো হচ্ছে। |
গুয়াহাটি হাতির হামলায় একজনের মৃত্যু হল। গত রাতে ঘটনাটি ঘটেছে কার্বি আংলং জেলার বৈঠালাংশু এলাকায়। পুলিশ জানায়, জঙ্গল থেকে কয়েকটি হাতি ওই এলাকার একটি গ্রামে ঢুকে পড়েছিল। স্যামসন ইংতি নামে এক যুবককে সামনে দেখতে পেয়ে একটি হাতি আক্রমণ করে। পায়ে পিষে দেয় স্যামসনকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন বনকর্মীরা।
|
নয়াচরের প্রস্তাবিত বিদ্যুত্ প্রকল্প নিয়ে কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রক এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। রাজ্য সরকারের কাছে প্রকল্পটি করার প্রস্তাব দিয়েছে অনাবাসী বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের সংস্থা ইউনিভার্সাল ক্রেশেন্ট পাওয়ার লিমিটেড। সেই প্রকল্পের সম্ভাব্যতা খতিয়ে দেখছে পরিবেশ সংক্রান্ত আদালত ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এর পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে ১৭ জুলাই। প্রসূনবাবুর ওই প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে একটি মামলা হয়েছিল। হাইকোর্ট তা পাঠিয়ে দেয় গ্রিন ট্রাইব্যুনালে। বস্তুত, নয়াচরে তাপবিদ্যুত্ প্রকল্প হলে তার পরিবেশগত ঝুঁকির বিষয়টি খতিয়ে দেখতে গত বছরের অগস্ট মাসে বৈঠকে বসেছিল ‘এক্সপার্ট অ্যাপরাইজাল কমিটি’। প্রাথমিক ভাবে তাদের মনে হয়, পরিবেশগত কারণেই নয়াচর বিদ্যুত্ প্রকল্পের উপযুক্ত জায়গা নয়। নয়াচর পরিদর্শন করে রিপোর্ট দেওয়ার জন্য কমিটি বিশেষজ্ঞদের নিয়ে সাব গ্রুপ তৈরি করে গত এপ্রিলে। তারা এলাকা পরিদর্শন করে যে রিপোর্ট দেয়, সেখানেও একই মত দেওয়া হয়। তবে, প্রস্তাবিত বিদ্যুত্ প্রকল্পটি নিয়ে বিস্তারিত সমীক্ষা করে তাদের কাছে একটি রিপোর্ট দিতে প্রসূনবাবুর সংস্থা ও রাজ্য সরকারকে বলেছে কমিটি। |
আলোচনা হবে আইএলও সম্মেলনে |
এ বছর জেনিভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সম্মেলনে কার্বন-মুক্ত শিল্পের উপরে জোর দেওয়া হচ্ছে। আগামী ৪ থেকে ২০ জুন জেনিভায় ওই সম্মেলন হবে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মল্লিকার্জুন খাড়গে-সহ সরকারি প্রতিনিধিদল এবং বিভিন্ন শ্রমিক সংগঠন ও বণিকসভার প্রতিনিধিরা সম্মেলনে থাকবেন। এ রাজ্য থেকে আরএসপি-র শ্রমিক সংগঠন ইউটিইউসির সম্পাদক অশোক ঘোষ ওই সম্মেলনে যোগ দিচ্ছেন। তিনি বলেন, “বিশ্ব উষ্ণায়নের কারণে গ্রিন-জব-এর উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। কার্বন-মুক্ত শিল্পে যাতে আরও বেশি কর্মসংস্থান হয়, তা নিয়ে সম্মেলনে আলোচনা হবে।”
|