প্রয়াত হলেন পরিচালক ও অভিনেতা ঋতুপর্ণ ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। দীর্ঘ দিন ধরে প্যানক্রিয়াটাইটিস রোগে ভুগছিলেন তিনি। গত কাল রাতে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারদের মতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
১৯৬৩ সালের ৩১ অগস্ট কলকাতায় তাঁর জন্ম। বেড়ে ওঠা, পড়াশোনা সবই কলকাতায়। প্রথমে সাউথ পয়েন্ট স্কুল, পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষ করেন। ছোটদের জন্য তাঁর তৈরি প্রথম ছবি ‘হিরের আংটি’ মুক্তি পায় ১৯৯৪ সালে। ওই একই বছর তাঁর দ্বিতীয় ছবি ‘১৯ শে এপ্রিল’-এর জন্য প্রথম জাতীয় পুরস্কার পান। তার পর একের পর এক ‘দহন’, ‘বাড়িওয়ালি’, ‘অসুখ’, ‘উত্সব’, ‘চোখের বালি’-র মতো অনন্য সাধারণ সব ছবি তিনি চলচ্চিত্রের দর্শকদের উপহার দিয়েছেন। ২০১২ সালে ‘আবহমান’ ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তিনি মোট ১২টি জাতীয় ও বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তাঁর অভিনীত তিনটি ছবি ‘আর একটি প্রেমের গল্প’, মেমোরিজ ইন মার্চ’ এবং ‘চিত্রাঙ্গদা’। সম্পূর্ণ ভিন্ন ধারার এই ছবিগুলি এক দিকে পেয়েছিল দর্শকদের অকুন্ঠ প্রশংসা, অন্য দিকে কুড়িয়েছিল ফিল্ম সমালোচকদের বাহবা।
বিজ্ঞাপনি ছবি দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। শুধুমাত্র চলচ্চিত্রই নয়, টেলিভিশনের উপস্থাপক হিসেবেও তিনি তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বিভিন্ন পত্রিকায় তাঁর লেখারও বহু গুণমুগ্ধ ভক্ত রয়েছেন।
তাঁর মনন ও চিন্তা জগতের অনেকটাই জুড়ে ছিলেন রবীন্দ্রনাথ। বেশ কয়েকটি ছবি তিনি কবিগুরুর সাহিত্য নিয়ে তৈরি করেছিলেন। যে সমস্ত পরিচালকরা বাংলা ছবির দর্শকদের সিনেমা হলমুখী করেছিলেন ঋতুপর্ণ তাঁদের পুরোধা ছিলেন। তাঁর মৃত্যু নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে বিরাট ক্ষতি। গোটা চলচ্চিত্র জগত্ তাঁর মৃত্যুতে শোকাহত।
|
ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু |
ডুয়ার্সের বানারহাটের মরাঘাট চা বাগানের কাছে আজ সকালে আলিপুরদুয়ার থেকে নয়াদিল্লিগামী মহানন্দা লিঙ্ক এক্সপ্রেসের ধাক্কায় মারা যায় ২টি স্ত্রী হাতি-সহ একটি হস্তি শাবক। গুরুতর জখম আরও একটি হস্তি শাবক রেল লাইনের ধারে এখনও পড়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন বন দফতরের আধিকারিকরা। জখম হাতিটির চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, ২০১০ সালে ওই জায়গাতেই মালগাড়ির ধাক্কায় মারা যায় ৮টি হাতি। রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন হাতি করিডরে যদি এই দুর্ঘটনা ঘটে তবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|