বিরোধীদের মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ |
আজ থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের জন্য মনোনয়ন পেশ শুরু হয়েছে। কিন্তু প্রথম দিন থেকেই মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছে বামফ্রন্ট ও কংগ্রেসের তরফ থেকে। বিভিন্ন জেলা থেকে অভিযোগগুলি এসেছে বলে জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য রাজ্যপালের সঙ্গেও দেখা করে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্য দিকে সিপিএম প্রার্থীদের মারধর ও মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার তালড্যাংড়ায়। অনেক জায়গা থেকেই এই অভিযোগ করা হচ্ছে যে, মনোনয়ন পেশে বাধা দেওয়ার জন্য বিডিও অফিস রীতিমতো ঘিরে রাখা হচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকারও অভিযোগ করেছেন অনেকে। এক দিকে যখন, রাজ্য পুলিশ প্রশাসন দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন বরাবর অস্বীকার করে এসেছে রাজ্য সরকার, তখন মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই নানা জেলা থেকে অভিযোগ আসাকে খুব ‘তাত্পর্যপূর্ণ’ বলে মনে করছে বিরোধীরা।
|
মালদহে আদিবাসী তরুণীকে গণধর্ষণ |
মালদহের গাজলে এক আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সুত্রে খবর, ছয় জন যুবক ওই তরুণীকে অপহরণ করে শারীরিক নির্যাতন চালায়। তার পর রাস্তার পাশে ফেলে দিয়ে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তরুণীর বয়ান অনুযায়ী পুলিশ তিন জনকে গ্রেফতার করে। বাকি তিন জন এখনও পলাতক। ধৃতদের মধ্যে তরুণীর গ্রামেরই কয়েক জন যুবক রয়েছে। নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক।
|
সুদীপ্ত-দেবযানী কলকাতা পুলিশের হেফাজতে |
গত কাল বারুইপুর আদালতে দক্ষিণ ২৪ পরগনা পুলিশের তরফ থেকে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় এবং অরবিন্দ চহ্বাণকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়নি। তাদের ব্যক্তব্য ছিল, তদন্ত প্রায় শেষের পথে। ফলে নতুন করে হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। তবে লেক থানায় সারদার বিরুদ্ধে প্রতারণার অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের তরফ থেকে সুদীপ্তদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে। তবে নিয়মানুযায়ী আজ নতুন করে আলিপুর আদালতে পুলিশের তরফ থেকে আবেদন জানানো হয়, তারপরই তিন অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
অন্য দিকে, বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, কলকাতার এক ব্যবসায়ী মাতন সিংহকে জিজ্ঞাসাবাদের জন্য আজ ডেকে পাঠানো হয়েছে। দুপুর ২টো থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত তাঁকে জেরা করা হয়।
|