আজকের শিরোনাম
মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ
পরীক্ষার ৮২ দিনের মাথায় এ বছর মাধ্যমিকের ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ২৭ হাজার ৯৩৮ জন। গত বছরের তুলনায় ২০,৭৫১ জন বেশি। পর্ষদ জানিয়েছে, এ বছরে পাশের হার গত বছরের তুলনায় বেশি। মোট পাশের হার ৮১.৮১ শতাংশ। এ বারে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকলেও সাফল্যের হারে পিছিয়ে তারা। ফলাফলের দিক থেকে কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা। সাফল্যের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা। পাশের হার ৯২.৯০ শতাংশ। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে কলকাতায় পাশের হার ৮৬.৮৪ শতাংশ। রয়েছে তৃতীয় স্থানে। এ বছরের ফলাফল—
মেধা তালিকা
স্থান নাম প্রাপ্ত নম্বর স্কুল
প্রথম (যুগ্ম) সৌরাশিস বিশ্বাস ৬৮২ বর্ধমান পারুলিয়া কে কে স্কুল
রূপায়ন কুণ্ডু ডিহিবাগান কে বি রায় হাই স্কুল
(হুগলি)
দ্বিতীয় অনীশা মণ্ডল ৬৮১ কালীগতি স্মৃতি নারী শিক্ষা নিকেতন(বীরভূম)
তৃতীয় দীপমাল্য বারুই ৬৭৯ শিলিগুড়ি বয়েজ স্কুল
চতুর্থ (যুগ্ম)

অনীক দাস

৬৭৭ বজবজ প্রাণকৃষ্ণ হাই স্কুল
বিল্বশিব বসুমল্লিক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়
পঞ্চম (যুগ্ম)

সুদীপ ঘোষ

৬৭৬ চাকদহ পূর্বাঞ্চল বিদ্যাপীঠ
সৌভিক জানা বড়বেড়িয়া হাজরা বিদ্যাপীঠ
ষষ্ঠ

শ্বাশত চ্যাটার্জী

৬৭৫ হুগলি
অয়ন কর্মকার বাঁকুড়া
অহিনা নন্দী জলপাইগুড়ি
আমিনুল এহসান দক্ষিণ দিনাজপুর
সপ্তম

পবিত্র প্রামাণিক

৬৭৪ নরেন্দ্রপুর আর কে এম
অভীক হালদার পুরুলিয়া
ঐশ্বর্য রায় পুরুলিয়া
অমিত কুমার কুণ্ডু মালদহ গাজল
জেলাভিত্তিক পাশের হার
জেলা পাশের হার
পূর্ব মেদিনীপুর ৯২.৯০
দক্ষিণ ২৪ পরগনা ৮৬.৯৩
কলকাতা ৮৬.৮৪
উত্তর ২৪ পরগনা ৮৫.৪৩
হাওড়া ৮৫.০৭
হুগলি ৮৪.৪৯
পশ্চিম মেদিনীপুর ৮৩.৩৪
নদিয়া ৮০.৮১
মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছর অর্থাত্ ২০১৪ সালে পরীক্ষা শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। শেষ হবে ৬ মার্চ।
অন্য দিকে, আজ সিবিএই-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হল। মোট পাশের হার ৮২.১০ শতাংশ। চেন্নাইয়ে পাশের হার সবচেয়ে বেশি, ৯১.৮৩ শতাংশ। এ বছরে সাফল্যের দিক থেকে ছাত্রীরা এগিয়ে। তাঁদের পাশের হার ৮৭.৯৮ শতাংশ। ছাত্রদের পাশের হার ৭৭.৭৮ শতাংশ।


আজ ফল ১০ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.