পদত্যাগ নয়, ফের বললেন শ্রীনিবাসন |
স্পট ফিক্সিং-কাণ্ডে চাপে পড়লেও নিজের পদত্যাগের সম্ভাবনাকে ওড়ালেন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন। আজ আইপিএল ফাইনালের আগে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এর আগে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন বিসিসিআই-এর সভাপতি। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, স্পট-ফিক্সিং কাণ্ডে পুলিশের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করবে বিসিসিআই। এ জন্য আলাদা ভাবে একটি তদন্ত কমিশনও গড়বে বোর্ড। তদন্ত কমিশনে অবশ্য তিনি নিজে থাকবেন না, জানিয়েছেন শ্রীনিবাসন। কোনও খেলোয়াড় বা ক্রিকেট সংস্থা স্পট-ফিক্সিং-এ দোষী প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নিতেও দ্বিধা করবে না ভারতীয় বোর্ড। তিনি আরও বলেন, আইপিএলে বেটিং, স্পট ফিক্সিং বিষয়ে বিসিসিআই অবগত আছে। কিন্তু এ ক্ষেত্রে চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও অভিযোগ নেই। নিজের পদত্যাগের সম্ভাবনাকে উড়িয়ে শ্রীনিবাসন বলেন, বোর্ডের কেউ তাঁকে পদত্যাগ করতে বলেননি। তিনি কোনও অন্যায় করেননি। কোনও চাপের মুখে তিনি পদত্যাগ করবেন না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, আইপিএল ও ভারতীয় ক্রিকেটের উপর ক্রীড়াপ্রেমীদের আস্থা বজায় রাখতে সব রকমের ব্যবস্থা নেবে বিসিসিআই। এ ছাড়াও আইপিএলে স্পট-ফিক্সিং কাণ্ডে নিজের জামাই ও সিএসকে-এর অন্যতম শীর্ষ কর্তা গুরুনাথ মায়াপ্পন, চেন্নাই ক্রিকেট দল ও রাজস্থান রয়্যালস-এর ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।
|
ছত্তীসগঢ়ে মাও-হামলায় মৃত বেড়ে ২৯, আহত ৩৩ |
ছত্তীসগঢ়ের সুকমায় গতকাল সন্ধ্যার মাওবাদী হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯। এই ঘটনায় এখনও পর্যন্ত আহত অন্তত ৩৩। তাঁদের মধ্যে ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সকালে ছত্তীসগঢ়ের দ্বাড়ভা ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে অপহৃত প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দকুমার পটেল ও তাঁর ছেলে দীনেশকুমারের মৃতদেহ-সহ ১২ জন কংগ্রেস কর্মীর দেহ। প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে গতকাল ছত্তীসগঢ়ের সুকমায় প্রদেশ কংগ্রেসের ‘পরিবর্তন যাত্রা’ শেষে কেশলুরে ফিরছিলেন কংগ্রেসের কর্মীরা। সে সময় তাঁদের উপরে হামলা চালায় ৫০০ জন মাওবাদী। হামলায় আহতদের দেখতে আজ ছত্তীসগঢ়ে যান কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেন, মাওবাদীরা কংগ্রেসের উপর হামলা চালায়নি, এটি গণতন্ত্রের উপর হামলা। ঘটনার কড়া নিন্দা করেছেন বিজেপি সভাপতি রাজনাথ সিংহ। রাজনীতির ঊর্দ্ধে উঠে দলমত নির্বিশেষে এই সঙ্কটের মোকাবিলা করা উচিত বলে মন্তব্য করেন তিনি। আজ সকাল ১১টা নাগাদ ছত্তীসগঢ়ের রায়পুরের রামকৃষ্ণ হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী। এছাড়া নিহতদের পরিজনদের সঙ্গেও দেখা করেন তাঁরা। এরপর হামলাস্থলেও যাবেন মনমোহন-সনিয়া। এই হামলার ফলে নিহতদের পরিবারকে ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা করে ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। জাতীয় ত্রাণ তহবিল থেকে এই অর্থ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
মাও-হামলার প্রতিবাদে আজ ছত্তীসগঢ়ে বনধের ডাক দিয়েছে কংগ্রেস। অন্যদিকে এলাকায় বনধ ডেকেছে মাওবাদীরাও।
আজ রাতে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী রমন সিংহের সঙ্গে রাজ্যের নিরাপত্তা নিয়ে বৈঠকে বসার কথা প্রধানমন্ত্রীর। এর মধ্যেই রাজ্য জুড়ে চলছে তিন দিনের সরকারি শোকপালন। |
ফিক্সিং-কাণ্ডে মায়াপ্পনকে সাসপেন্ড বিসিসিআই-এর |
আইপিএলে স্পট-ফিক্সিং-কাণ্ডে অভিযুক্ত থাকার অভিযোগে সিএসকে-এর অন্যতম শীর্ষ কর্তা গুরুনাখ মায়াপ্পনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড-এর শৃঙ্খলারক্ষা কমিটি। এই সিদ্ধান্তের ফলে তাঁর বিরুদ্ধে চলতে থাকা পুলিশি তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত বিসিসিআই-এর সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখতে পারবেন না মায়াপ্পন। এ ছাড়া আইপিএল-এর চেন্নাই ক্রিকেট দলের সঙ্গেও তাঁকে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করতে হবে, জানিয়েছে বোর্ড। অন্য দিকে, চেন্নাইতে মায়াপ্পনের বাড়িতে আজ তল্লাশি চালায় মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ। তাঁর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখছে পুলিশ। |