কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর শান্তিনিকেতন লাগোয়া তালতোড় এলাকার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে তাঁরা পুলিশকে মৌখিক ভাবে জানান। বাড়ির কেয়ারটেকার রাম টুডুর অভিযোগ, “বৃহস্পতিবার রাতে দেখি দরজা তালা ভেঙে বাড়ির একটি রঙিন টিভি, দু’টি গ্যাস সিলিন্ডার, পাখা-সহ কিছু জিনিসপত্র চুরি গিয়েছে। আরও কিছু খোয়া গিয়েছে কি না, বাড়ির মালিক এলে ভাল করে খোঁজ করে জানা যাবে।” অনিরুদ্ধবাবুর পরিবারের পক্ষে পম্পি বোস জানান, পুলিশ মোতায়েন হয়েছে। কিন্তু এলাকায় রাস্তায় আলোর ব্যবস্থা নেই। এ ব্যাপারে বাসিন্দাদের সঙ্গে কথা বলা হবে।
|
অযোধ্যাপাহাড় লাগোয়া বলরামপুরের ঘাটবেড়া এলাকায় শনিবার মাওবাদীদের নামাঙ্কিত কিছু পোস্টার মিলল। পুলিশ সূত্রের খবর, সিপিআই (মাওবাদী) লেখা ওই পোস্টারে উল্লেখ করা হয়েছে, ‘কাজে বাধা দিলে শাস্তি দেওয়া হবে’। যদিও কী কাজ তার উল্লেখ নেই। জেলা পুলিশ সুপার সি সুধাকর বলেন, “মাওবাদীদের নাম লেখা কিছু পোস্টার উদ্ধার হয়েছে। কাদের কাজ তা খোঁজ নেওয়া হচ্ছে।”
|
এ বছর লালন পুরস্কার পেলেন পুরুলিয়ার ঝুমুর শিল্পী মিহিরলাল সিংহ দেও। শনিবার কলকাতার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এই সম্মান জানান। পুঞ্চা ব্লকের রাজনোয়াগড় গ্রামের বাসিন্দা মিহিরবাবুর প্রতিক্রিয়া, “দীর্ঘদিন ধরে দরবারি ঝুমুরের চর্চা করছি। সঙ্গীত প্রেমীরা ঝুমুরকে ভালবেসে আমাকে সম্মান জানিয়েছেন। শেষ বয়সে রাজ্য সরকারের স্বীকৃতি পেয়ে ভাল লাগছে।
|
এক বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর স্বামী-সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ। মৃতের নাম লতিকা পরামানিক (২৬)। পুরুলিয়ার জয়পুরে তাঁর বাড়ি। শনিবার সকালে তাঁর দেহ মেলে। ধৃতেরা হলেন ভোলানাথ পরামানিক, শাশুড়ি লক্ষ্মী পরামানিক, ননদ চপলা পরামানিক, দেওর যুধিষ্ঠির পরামানিক।
|
ট্রেনে অসুস্থ হয়ে মৃত্যু হল শূলপাতি দেবী (৪৫) নামে এক বধূর। বাড়ি বিহারের বক্সারে। শনিবার পুরুলিয়ার বলরামপুর স্টেশনে তিনি অসুস্থ হয়ে পড়েন। |