টুকরো খবর |
হোমে বসছে গোপন ক্যামেরা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া ও তমলুক |
রাজ্যে শিশু-কিশোর ও বালিকাদের সব হোমে গোপন ক্যামেরা বসানো হবে বলে জানালেন শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়। শনিবার হলদিয়ার বাসুদেবপুরে ‘গাঁধী আশ্রমে’ এসে তিনি জানান, সরকারি হোম থেকে নাবালক-নাবালিকাদের পালিয়ে যাওয়া ঠেকাতেই এই উদ্যোগ।
১৯৩৫ সালে তৈরি ‘গাঁধী আশ্রম’ হল অনাথ, দরিদ্র ও প্রতিবন্ধী শিশু-কিশোরদের ঠিকানা। এই হোমে প্রায় প্রতি বছরই অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ ওঠে। গত মার্চে প্রতিবন্ধী শিশুর মৃত্যু নিয়েও তোলপাড় হয়েছিল। মন্ত্রী বলেন, “হোম নিয়ে কিছু অভিযোগ পেয়েছিলাম। সেগুলি খতিয়ে দেখতেই এখানে আসা।” এ দিন হোমে আসার পথে নন্দকুমারের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় পড়ে মন্ত্রীর কনভয়ের পাইলট গাড়িটি। শ্যামাপদবাবু বলেন, “পাইলট গাড়ির সামনে থাকা ট্রাক হঠাত্ ডান দিকে ঘুরলে দুর্ঘটনা ঘটে। আমাদের গাড়িটা একটু দূরে ছিল। চালক দ্রুত গাড়ি বাঁ দিকে ঘুরিয়ে দেওয়ায় বেঁচে গিয়েছি।” পাইলট গাড়ির চার পুলিশকর্মী অবশ্য আহত হন। তিন জনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।
|
প্রহৃত বামকর্মীরা, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বামকর্মীদের উপরে হামলার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের পিংলায়। অভিযোগের তির তৃণমূলের দিকে।
শনিবার পিংলা অডিটোরিয়ামে সিপিআইয়ের কর্মিসভা ছিল। সভায় আসার পথে দলীয় কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ সিপিআইয়ের। সিপিআইয়ের জেলা সহ-সম্পাদক অশোক সেন-সহ অন্তত ৭ জন আহত হন। সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রানা বলেন, “পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাস ছড়াতেই এই হামলা।” পরে ওই কর্মিসভা হয়েছে।
|
হাতকামান উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পুকুর সংস্কার করতে গিয়ে শুক্রবার নন্দীগ্রামের সামসাবাদে মিলল পরিত্যক্ত একটি হাতকামান। পুলিশের অনুমান, কামানটি ২০০৭ সালে অশান্তির সময়ে আনা হয়েছিল। |
|