জেরায় বেটিং-এর স্বীকারোক্তি, পুলিশ হেফাজত গুরুর |
অবশেষে আইপিএলে বেটিং-এর কথা জেরায় স্বীকার করলেন বিসিসিআই প্রেসিডেন্ট শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপ্পন। ২৪ এপ্রিল ইডেনে কলকাতা-মুম্বই ম্যাচে বেটিং করেছিলেন বলে জানালেন তিনি। গতকাল মধ্যরাতেই মুম্বই বিমানবন্দরে থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। আজ দফায় দফায় জেরায় আরও কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। বলিউড অভিনেতা বিন্দু দারা সিংহের সঙ্গে যোগসূত্রের কথা জেরায় স্বীকার করেছেন তিনি। পুলিশ সূত্রের খবর, বিন্দু ও গুরুর মধ্যে প্রায় ২৩০ বার ফোনে কথা হয়। গুরুনাথের কললিস্ট দেখে পুলিশ জেনেছে প্রত্যেকবারই ফোনের পরে কথা হত বুকিদের সঙ্গে। আজ মায়াপ্পনকে বিন্দুর মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। আজ দুপুরে মায়াপ্পনকে কিলা কোর্টে তোলা হয়। স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে ২৯ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে মুম্বই আদালত। পুলিশি তদন্তে আমদাবাদ থেকে আজ আরও এক বুকিকে গ্রেফতার করা হয়েছে। আহমেদ বিনোদ মুলচন্দানি নামে ওই বুকির কাছে থেকে ১ কোটি ২৮ লক্ষ টাকা-সহ ল্যাপটপ ও ১২টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ।
এদিকে বেটিং বিতর্ককে দূরে সরিয়ে রেখে পদত্যাগ না করার কথা জানালেন বোর্ড সভাপতি এন শ্রীনিবাসন। আজ রাতে কলকাতায় শ্রীনিবাসন-সহ বোর্ডের উচ্চপদস্থ কর্তাদের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। সূত্রের খবর শ্রীনি কলকাতায় না এসে জামাইয়ের সঙ্গে দেখা করতে মুম্বই যাচ্ছেন। এমনকি অন্যান্য বোর্ড কর্তাদের আসাও অনিশ্চিত বলে জানা গিয়েছে।
|
দিনহাটায় আক্রান্ত তৃণমূল নেতা |
আজ সকালে কোচবিহারের দিনহাটা বাজারের কাছে দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হলেন তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। এই হামলার পিছনে ফরওয়ার্ড ব্লক কর্মীদের হাত রয়েছে বলে অভিযোগ আনেন রবীন্দ্রনাথবাবু। তিনি জানান সকালে নয়াহাট গ্রামের নানাদিনা বাজারের কাছে দলীয় পঞ্চায়েতের অফিসে যাওয়ার সময় তাঁর গাড়িতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। রবীন্দ্রনাথবাবুকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলেও জানিয়েছেন তাঁর সহযাত্রীরা। ঘটনায় আহত হন ইকবাল হোসেন আরও এক তৃণমূল কর্মী। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
পরিকাঠামোয় ত্রুটি, তলব রাজ্যের তিন মেডিকেল কলেজকে |
চিকিত্সায় ত্রুটি, পরিকাঠামোয় গলদ ইত্যাদি নানা কারণে সঙ্কটে রাজ্যের তিন মেডিকেল কলেজ। সাগরদত্ত, মালদহ ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের কাছে লিখিত জবাব তলব করল মেডিকেল কাউন্সিল এফ ইন্ডিয়া (এমসিআই)। পরিকাঠামো ত্রুটির কারণে চিকিত্সা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে বলেই দাবি এমসিআই-এর। ১৫ দিনের মধ্যেই এমসিআই-এর চিঠির জবাব দিতে হবে মেডিকেল কলেজগুলিকে। জবাব সন্তোষজনক মনে হলে ফের পরিদর্শনে যাবে এমসিআই। কলেজ পিছু ৩ লক্ষ টাকা করে পরিদর্শন ফি দিতে হবে বলে জানিয়েছে এমসিআই কর্তৃপক্ষ। এই ফি না দিলে চলতি বছর থেকে কলেজগুলিতে ছাত্র ভর্তি বন্ধ রাখা হবে বলেও কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।
|