মায়াপ্পনের আবেদন খারিজ, অস্বস্তিতে শ্রীনিবাসন |
সোমবার পর্যন্ত মুম্বই পুলিশের কাছে হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন চেন্নাই সুপার কিংস-এর প্রিন্সিপ্যাল ও সিইও গুরুনাথ মায়াপ্পন। আজ তাঁর সেই আবেদন খারিজ করে আজই তাঁকে হাজিরা দিতে বলেছে মুম্বই পুলিশ। অন্যদিকে নিজ পুত্রের বিস্ফোরক মন্তব্য অস্বস্তি আরও বাড়িয়েছে বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের। আইপিএল শুরুর অনেক আগে থেকেই মায়াপ্পনের সঙ্গে একাধিক বুকির যোগাযোগ ছিল বলেই দাবি শ্রীনি পুত্র অশ্বিনের। এমনকি প্রতিবার বিদেশ সফরের সময় তাঁর দুবাইতে থামার কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন অশ্বিন।
স্পট ফিক্সিং কাণ্ডে পুলিশের চিরুনী তল্লাশিতে আজ ধরা পড়ে ইয়াহা মহম্মদ নামে আরও এক বুকি। এদিকে গোপন সূত্রে খবর পেয়ে হায়দরাবাদ থেকে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের একটি বিশেষ দল। এখনও পর্যন্ত ফিক্সিং কাণ্ডে মোট ১৮ জন বুকিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
চুক্তি অনুযায়ী ম্যানেজমেন্টের কোনও কর্তা যদি এমন কোনও কাজে জড়িতে থাকেন যার কারণে আইপিএল তথা সমগ্র ক্রিকেটের ক্ষতি হয়, তাহলে
চুক্তির ১১.৩ ধারা অনুযায়ী ফ্র্যাঞ্চাইজীর চুক্তিপত্র বাতিল হতে পারে। এই ধারাকে সামনে রেখেই মায়াপ্পন যদি ফিক্সিং কাণ্ডে দোষী সাব্যস্ত হন তাহলে মনে করা হচ্ছে আগামী বছর চেন্নাই সুপার কিংস আইপিএলে খেলার অধিকার হারাতে পারে।
|
আজ বেলপাহারির হাতিডোবা গ্রামে ভালুকের হানায় জখম হলেন ২ জন গ্রামবাসী। সকাল থেকেই গ্রামে তাণ্ডব চালাচ্ছিল ভালুকটি। আশঙ্কাজনক অবস্থায় আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। ভালুকটিকে ঘিরে রেখেছেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন বন দফতরের কর্মীরা। তবে ব্যবস্থা নিতে দেরী করায় বনকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা।
|
হাওড়ায় পথ দুর্ঘটনা, মৃত ১ |
হাওড়ার বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আন্দুল রোডের হাসখাঁলি পোল এলাকায়। স্কুল যাওয়ার সময় সাইনা মল্লিক নামে নবম শ্রেণীর ওই ছাত্রীটিকে ধাক্কা মারে একটি মিনিবাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর এলাকায় বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী। ছাত্রীটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ঘাতক বাস ও তার চালককে ধরা যায়নি। |