সুদীপ্তর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা |
এ বার সারদা কর্ণধার সুদীপ্ত সেন, পলাতক বারুইপুর অফিসের জেনারেল ম্যানেজার অরিন্দম দাস ওরফে বুম্বা ও সহকারি জেনারেল ম্যানেজার সত্যজিত্ বসুর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করল বারুইপুর থানার পুলিশ। বারুইপুর অঞ্চলের এক এজেন্ট ঊর্মিলা প্রামাণিক গায়ে আগু দিয়ে আত্মহত্যা করার পর তাঁর ছেলে ভোলা প্রামাণিক বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন সুদীপ্ত সেন, বুম্বা ও সত্যজিতের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে ৩০৬ ধারায় মামলা রুজু করে পুলিশ।
|
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ‘লেটার মার্কস’ নিয়ে পাস করতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। শুধু তাইই নয়, এর জন্য রীতিমতো হাইটেক প্রযুক্তির ব্যবহারও করতে চলেছে দল। ভোটের জন্য নিয়োগ হবে ‘সৈনিক’। দলীয় কর্মসূচিতে এমনটাই ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। বুথ পিছু ৬ জন করে দলীয় কর্মী মোতায়েন করা হবে, যাঁরা দলের ‘কর্মসূচি’ রূপায়ণে উদ্যোগী হবে। এঁদেরই নাম দেওয়া হয়েছে ‘তৃণমূল সৈনিক’। প্রত্যেক সৈনিকের যাবতীয় তথ্যাদি কম্প্যুটারের হার্ডডিস্কে পুরে রাখা হবে। এর জন্য তৈরি করা হয়েছে বিশেষ সফ্টঅয়্যার। যাতে প্রয়োজন মতো তাঁদের রাজ্যের যে কোনও প্রান্ত থেকে নির্দেশ দেওয়া যায়। পঞ্চায়েত ভোটের প্রায় ৬০ হাজার বুথ রয়েছে। সেই হিসেবে প্রায় সাড়ে তিন লক্ষ ‘সৈনিক’কে বাছার কাজ শুরু হয়ে গিয়েছে। তবে মুকুলবাবুর কথাতে পরিষ্কার, এর আসল লক্ষ্য লোকসভা নির্বাচন। এখন থেকেই সে জন্য এই সৈনিকদের ‘ডাটা ব্যাঙ্ক’ বানাচ্ছে তৃণমূল।
|
‘খলনায়ক’-এর নতুন ঠিকানা ইয়েরওয়াড়া |
অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত অভিনেতা সঞ্জয় দত্তকে মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল পুণের ইয়েরওয়াড়া জেলে। গত কাল গভীর রাতে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তাঁকে মুম্বই থেকে পুণে স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, সাজার বাকি সাড়ে তিন বছর ইয়েরওয়াড়া জেলেই কাটাবেন তিনি।
|