টুকরো খবর |
পেশাদার হতে চান বিজেন্দ্র
নিজস্ব প্রতিবেদন |
রিংয়ে ফিরেই জোরদার পাঞ্চ বিজেন্দ্র সিংহের। ভারতীয় বক্সিংয়ের ‘পোস্টার বয়’ এ বার হাত পাকাতে চান পেশাদার বক্সিংয়ে। মাদক বিতর্ককে দু’শো মাইল দূরে ঠেলে বিজেন্দ্রর ঘোষণা, “চেষ্টা করেই দেখা যাক না।” কিন্তু ভিওয়ানির বক্সার হঠাৎ পেশাদার বক্সিংয়েই আগ্রহী হয়ে উঠলেন কেন? সঙ্গত প্রশ্নটা উঠতেই পারে। বিজেন্দ্রর ‘স্ট্রেট পাঞ্চ’ জবাবও তৈরি, “এখন অ্যামেচার আর পেশাদার বক্সিংয়ে উনিশ-বিশ পার্থক্য। হেডগার্ডও দুটোর কোনওটাতেই নেই। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের পেশাদার বক্সিং লিগ থেকে ভাল প্রস্তাব এলে রাজি হয়ে যাব।” কিন্তু অ্যামেচার বক্সিং থেকে হেডগার্ড উঠে গিয়েছে তো মাস দু’য়েক। এত দ্রুত পেশাদার ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না? বিজেন্দ্রর দ্রুত ‘ডিফেন্স’, “হেডগার্ড ছাড়া প্রচুর প্র্যাক্টিস করেছি। সমস্যা হবে না। তবে কম্পিটিশন লেভেলের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় তো লাগবেই।”বিতর্কে জড়ানোর পর থেকে ছুটিতে ছিলেন। সোনপথের সাই সেন্টারে কিছু দিন হল দীর্ঘ দিনের পরিচিত কোচের কাছে আবার প্র্যাক্টিস শুরু করেছেন। তাতে সায় রয়েছে জাতীয় কোচ গুরবক্স সিংহ সান্ধুরও। প্র্যাক্টিসের কথা বলতে বলতেই অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী দেশের একমাত্র বক্সার আবার ফিরে এলেন পেশাদার বক্সিং প্রসঙ্গে। বলছিলেন, “হেডগার্ড থাকলে চোট লাগার সম্ভাবনা কিছুটা কম থাকে।”
|
এক মাসের মধ্যে হয়তো চেলসিতে মোরিনহো
নিজস্ব প্রতিবেদন |
আবার কি সেই চেনা লং কোট পরে স্ট্যামফোর্ড ব্রিজ ডাগআউটে তাঁকে দেখা যাবে? সোমবার সরকারি ভাবে রিয়াল মাদ্রিদ কোচের পদ থেকে হোসে মোরিনহো সরে দাঁড়ানোর পর চেলসি সমর্থকদের এই প্রশ্নই উপচে পড়ল টুইটার, ফেসবুকে। সরকারি ভাবে চেলসির নতুন কোচ হিসাবে এখনও ঘোষণা করা হয়নি মোরিনহোর নাম। কিন্তু ব্রিটিশ প্রচারমাধ্যম বলছে এখন থেকেই নাকি চেলসিকে এগিয়ে নিয়ে যাওয়ার নীল নকশা কষছেন মোরিনহো। এবং নতুন ম্যানেজারকে ১০০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার বাজেট হিসেবে উপহার দিতে চলেছেন চেলসি মালিক রোমান আব্রামোভিচ। ব্রিটিশ প্রচারমাধ্যমের আরও খবর, পছন্দের টিম করতে এর মধ্যেই নতুনদের তালিকা করে ফেলেছেন মোরিনহো। সেখানে রয়েছে বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার মারিও গোমেজ ও নাপোলির এডিনসন কাভানির নাম। ফের্নান্দো তোরেসের জায়গায় নাকি মোরিনহো গোমেজের সঙ্গী করতে চান কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফালকাওকে। এ ছাড়াও লুক শো ও আন্দ্রে সুরলেকে সই করিয়ে দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধন ঘটানোটাও লক্ষ্য, ‘দ্য স্পেশ্যাল ওয়ান’-এর। আগামী ৩ জুন রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মোরিনহোর। একটি সূত্রের খবর, তার এক সপ্তাহের মধ্যেই নাকি চেলসির নতুন কোচ হিসেবে ঘোষণা করা হবে মোরিনহোর নাম।
|
সেরা ম্যানেজার ফার্গুসন
নিজস্ব প্রতিবেদন |
অবসরের বছরেও স্যর অ্যালেক্স ফার্গুসনের মুকুটে অন্য এক পালক। ইপিএলের লিগ ম্যানেজারস অ্যাসোসিয়েশন তাঁকে ২০১২-১৩ মরসুমের সেরা ম্যানেজার সম্মানে ভূষিত করল। “এই মরসুমে ফুটবলাররা লক্ষ্যচ্যুত হয়নি। গতবারের ব্যর্থতাই এই বছর লিগ জিততে আরও উদ্বুদ্ধ করেছে,” সেরার স্মারক নিয়ে বললেন ফার্গুসন। অন্য দিকে ওয়েন রুনির সঙ্গে এই সপ্তাহে বৈঠকে বসতে চলেছেন ম্যান ইউর নতুন কোচ ডেভিড মোয়েস। যার পরেই রুনির ম্যান ইউ ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্লাব। |
|