তাঁর রিকশা বেচে দেওয়ার ‘অপরাধে’ চালককে ঘণ্টা দেড়েক শিকলে বেঁধে রেখেছিলেন মালিক। নৈহাটির তিন নম্বর বিজয়নগর এলাকার বাসিন্দা পাঁচু পাল নামে ওই রিকশা-মালিককে শনিবার গ্রেফতার করল পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেশার টাকা জোগাড়ের জন্য রিকশা-চালক মুন্না রানা তাঁর রিকশাটি কয়েক দিন আগে বিক্রি করে দেন, এই অভিযোগ তুলে পাঁচুবাবু কয়েক জনকে নিয়ে একটি চায়ের দোকানে হাজির হন। সেখানেই ছিলেন মুন্না। অভিযোগ এর পরে পাঁচুবাবুরা ওই দোকানেরই একটি বাঁশের খুঁটিতে শিকল দিয়ে মুন্নাকে বেঁধে রাখেন। পুলিশ গিয়ে শিকল খুলে মুন্নাকে উদ্ধার করে। তাঁকে আটক করা হয়েছে।
|
চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। শনিবার সকালে মুর্শিদাবাদের বেনিয়াপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে ধৃত ওই শিক্ষকের নাম সুমন দত্ত। তিনি মুর্শিদাবাদ পুরসভা এলাকার বাসিন্দা। লালবাগ আদালতে তোলা হলে তাঁর ১৪ দিন জেল হাজতের নির্দেশ হয়।
|
আজ রাজ্য সংগ্রহশালা দিবস। কিন্তু মুর্শিদাবাদের সালারের একটি গ্রামে অবহেলায় গাছতলায় পড়ে রয়েছে একাদশ-দ্বাদশ শতকের এই বিষ্ণু মূর্তি। রাজ্য পুরাতত্ত্ব দফতর জানিয়েছে, স্থানীয় মানুষ ও প্রশাসনের সাহায্য পেলে তারা ওই মূর্তিগুলি উদ্ধার করে জেলা সংগ্রহশালায় সংরক্ষণ করবেন। স্থানীয় প্রশাসনও জানিয়েছে, তাঁরা এই ব্যপারে রাজ্য পুরাতত্ত্ব দফতরকে সাহায্য করতে আগ্রহী। |