টুকরো খবর
কৃষিমন্ত্রীকে হুমকি-চিঠি, সন্দেহ মাওবাদীদের
মাওবাদী নেতা কিষেণজির হত্যার বদলা নিতে রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটককে সপরিবার খুনের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে ‘ইন্ডিয়ান পিপলস লিবারেশন আর্মি’ নামে একটি সংগঠন। শনিবার মলয়বাবু তাঁর আসানসোলের বাড়িতে স্পিড পোস্টে এই চিঠি পান। দল না ছাড়লে চরম শাস্তি পাবেন বলে চিঠিতে উল্লেখ রয়েছে। এই চিঠি পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আসানসোলের পুলিশ কমিশনার অজয় নন্দকে জানিয়েছেন মলয়বাবু। কৃষিমন্ত্রী গভীর রাতে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার রাতে চিঠির বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, “চিঠিটি এক পাতার। হিন্দিতে লাল কালিতে লেখা। তাতে রেফারেন্স নম্বর দেওয়া রয়েছে ৩০২। সপরিবার খুনের হুমকি দেওয়া হয়েছে। পুলিশকে বিষয়টি জানিয়েছি। তবে আমি ভয় পাচ্ছি না। আমরা রাজনীতি করি। ভয় কীসের!” আসানসোল পুলিশ সূত্রের খবর, চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বিশ্বাসঘাতক, স্বার্থপর, বেইমান’ বলা হয়েছে। সংগঠনটির দাবি, ‘ক্ষমতায় আসার জন্য কিষেণজিকে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় বসার পরে মমতা কিষেনজিকে খুন করিয়েছেন। সেই হত্যার বদলা আমরা নেব।’ মলয়বাবুর উদ্দেশে বলা হয়েছে, ‘আপনার পরিবার এবং সমর্থকদের রক্ষা করতে দল ছেড়ে দিন। আমাদের আদেশ পালন করুন।’ শেষে লেখা, ‘লাল সেলাম। রাহুলদা।’ আসানসোলের কমিশনার অজয় নন্দ বলেন, “চিঠিটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। তদন্তও শুরু হয়েছে।”

অমিকের নাসা যেতে ভিসা-জট
মহাকাশে বসবাসের মডেল গড়ে নাসা-য় ডাক পাওয়া স্কুলছাত্র অমিক মণ্ডলকে শনিবার এক লক্ষ টাকা দিল তার নিজের হেমশিলা মডেল স্কুল। দশম শ্রেণি পর্যন্ত পড়ার খরচও মকুব করা হয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকার তাকে এক লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছে। কিন্তু জট পেকেছে ভিসা নিয়ে। অমিকের বাবা অসিতবরণবাবু জানান, আগামী ২৩-২৭ মে সান দিয়েগোয় কনফারেন্সে যোগ দেওয়ার কথা তার। কিন্তু অনলাইন আবেদন পেয়ে কলকাতার আমেরিকান কনস্যুলেট জানিয়েছে, তার ভিসার ইন্টারভিউ নেওয়া হবে ২৪ মে। তা এগিয়ে আনার জন্য আজ, রবিবার তাঁরা কনস্যুলেটে আর্জি জানাবেন।

পুরসভায় তছরূপ
আসানসোল পুরসভার পরিবেশ আধিকারিকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ করল সিপিএম। পুরসভার প্রাক্তন মেয়র তথা বিরোধী দলনেতা সিপিএমের তাপস রায় অভিযোগ করেন, ওই ব্যক্তি কয়েক বছর ধরে পুরসভায় ভুয়ো বিল জমা দিয়েছেন। বর্তমান মেয়র জানান, বিভাগীয় তদন্ত করা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.