পটভূমিতে বৃষ্টিভেজা কান। আর ‘ফোরগ্রাউন্ডে’ এক প্রৌঢ় ভারতীয় অভিনেতা। আন্তর্জাতিক চলচ্চিত্র মঞ্চ থেকেও যিনি মাইক হাতে স্বচ্ছন্দে কথা বলে ওঠেন নিজের মাতৃভাষা হিন্দিতে। সাবলীল ভাবে সে ভাষাতেই শোনাতে থাকেন ভারতীয় ছবির একশো বছরের ইতিহাস। মুহূর্তে সমস্ত ‘স্পটলাইট’ ঘুরে যায় তাঁর দিকে। তিনি অমিতাভ বচ্চন। বুধবার কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে এমন সব ‘ফ্রেম’ই তৈরি করলেন ‘বিগ বি’।
দক্ষিণ-পূর্ব ফ্রান্সের কান শহরের বাসিন্দাদের কাছে মে মাসে এ হেন বৃষ্টির অভিজ্ঞতা বিরল। কিন্তু গত কাল বৃষ্টির তীব্রতা এতটাই ছিল যে মূল প্রেক্ষাগৃহে ঢোকার সময় ছাতা মাথায় প্রায় জলে ডুবো ডুবো লাল কার্পেটের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আসতে হল তারকা-অতিথিদের। তবে নির্ধারিত সময়েই শুরু হল অনুষ্ঠান। আর প্রথম পর্বেই দেখা মিলল দুই তারকার।
আসলে কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ছিল ‘দ্য গ্রেট গ্যাটসবি’। বাজ লুহারম্যান পরিচালিত ওই ছবিতে অমিতাভ একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সেই ছবির সূত্র ধরেই সহ-অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও-র সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে আসা। |
অন্য দিকে, এ বারই ভারতীয় ছবির একশো বছর উদ্যাপিত হচ্ছে কান চলচ্চিত্র উৎসবে। আর সেই ভারতীয় ছবির অন্যতম ‘মুখ’ অমিতাভ। তাই দু’দিক থেকেই তাঁর উপস্থিতি নজর কাড়বে, ভেবেছিলেন কান কর্তৃপক্ষ। অমিতাভ অবশ্য আরও বড় চমকের জন্য তৈরি হয়ে এসেছিলেন। মাতৃভাষা দিয়ে শুরু করলেন বক্তৃতা, বলে গেলেন ভারতীয় ছবির শুরুর ইতিহাস, বিবর্তনের কাহিনি। আন্তর্জাতিক মঞ্চে দিব্যি একশো বছর পার করলেন বিশুদ্ধ হিন্দিতে। অমিতাভের নিজের ভাষায়, পুরোটাই ‘ঐতিহাসিক মুহূর্ত’। জানালেন, কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় ছবির একশো বছর পূর্তির উদ্যাপনের পরিপ্রেক্ষিতে সেই মঞ্চে তাঁর মাতৃভাষায় কথা বলাই সমীচীন ছিল।
৬৬তম কান চলচ্চিত্র অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চ কিন্তু বাকি বলিউডকেও সাদরে আমন্ত্রণ জানিয়েছে। যেমন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা মেরুন-কালো লেহঙ্গা চোলি পড়ে মঞ্চে এলেন বিদ্যা বালন। এ বছর ভারতীয় জুরি হিসেবে কান-এ এসেছেন ‘বিদ্যা ম্যাডাম’। মাথা ঢাকা ওড়নায়। সম্ভ্রমে, সম্মানে, ঐতিহ্যে। সেই ট্র্যাডিশন বজায় রাখলেন সোনম কপূরও। ‘দ্য গ্রেট গ্যাটসবি’-এর স্ক্রিনিংয়ে তিনিও ছিলেন নিমন্ত্রিতের তালিকায়। শাড়িকেই কান-এ ‘ফ্যাশন স্টেটমেন্ট’ হিসেবে ব্যবহার করলেন এই দীর্ঘাঙ্গী। নাকে মুক্তোর নথ সেই ফ্যাশনে আর এক ভারতীয় শৈলি।
চার দিকে তখন ফ্ল্যাশের শব্দ। ‘স্লামডগ মিলিওনেয়ার’ খ্যাত ফ্রিডা পিন্টো যখন ঢুকলেন, তখন সেই শব্দে কান পাতা দায়। আগেই অস্কারের রেড কার্পেট মাতিয়েছিলেন তিনি। এ বারও মাতালেন সেই গাউনেই। তুলনায় মল্লিকা শেরাওয়াত ছিলেন নিষ্প্রভ।
কিন্তু সব মিলিয়ে শুরুর দিন থেকেই চরম ‘হিট’ কান চলচ্চিত্র উৎসব। ঝোড়ো ঠাণ্ডা হাওয়ায় স্টিভেন স্পিলবার্গের ‘দ্য কালার পার্পল’ ছবি থেকে গান গেয়ে উষ্ণতা ছড়ালেন ফরাসী অভিনেত্রী এমিল স্যান্ডে। মঞ্চে প্রধান জুরি স্টিভেন স্পিলবার্গের পাশে দাঁড়ালেন নিকোল কিডম্যান, অ্যাং লি প্রমুখ। তারকা-সমাহারে আলো বেড়ে গেল বহুগুণ।
যার ফোকাসে অবশ্য ছ’ফুট সাড়ে তিন ইঞ্চির সেই ‘অ্যাংরি ইয়াং ম্যান’। |