নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে আগামী ২০ থেকে ২৬ মে আইআইএম কলকাতায় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে আন্তর্জাতিক সংস্থা ‘স্পিকম্যাকে’। গোটা দেশ থেকে এই সম্মেলনের বিভিন্ন কর্মশালায় অংশ নিচ্ছে ১৮০০ শিশু। অংশ নেবে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের ২০০ শিশুও। আহ্বায়ক অনিরুদ্ধ লাহিড়ী জানান, সম্মেলনের প্রথম দিন অনুষ্ঠান করবেন ১০৬ বছরের কণ্ঠশিল্পী আব্দুল রশিদ খান। এ ছাড়া বিভিন্ন দিনে কর্মশালা ও অনুষ্ঠানে যোগ দেবেন যোগেন চৌধুরী, আলি আহমেদ রশিদ খান, বিরজু মহারাজ, কপিলা বেণু, বুদ্ধদেব দাশগুপ্ত, রাশিদ খান, তিজন বাঈ প্রমুখ শিল্পী।
|