সারদা কাণ্ডে শুনানি নিয়ে অনিশ্চয়তা |
সারদা কাণ্ডে করা জনস্বার্থ মামলার শুনানি নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র জানিয়েছেন, তাঁর পক্ষে আর এই মামলার শুনানি চালানো সম্ভব নয়। কারণ তিনি আগামী কাল কলকাতার বাইরে যাচ্ছেন। আর শুক্রবারও তাঁর এজলাসে বসার কোনও নিশ্চয়তা নেই। শুক্রবার কাজ শেষ হওয়ার পর আগামী এক মাসের জন্য গরমের ছুটি পড়ে যাচ্ছে। এ কথা শোনার পর আইনজীবি সুব্রত মুখোপাধ্যায় প্রধান বিচারপতির কাছে আর্জি জানান তিনি যেন নতুন কোনও ডিভিশন বেঞ্চ তৈরি করে দেন যার অন্যতম বিচারপতি হবেন জয়মাল্য বাগচী। তবে সে ব্যাপারে কোনও নিশ্চয়তা তিনি দেননি।
প্রসঙ্গত, আইনজীবি সুব্রত মুখোপাধ্যায় আজ প্রধান বিচারপতির এজলাসে যান একটি অভিযোগ জানাতে। মাননীয় কলকাতা হাইকোর্ট আগেই এক নির্দেশে এ কথা বলেন, যত ক্ষণ এই মামলা নিয়ে কোনও সিদ্ধান্ত না হচ্ছে, তত দিন সারদার সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি ‘ফ্রিজ’ করে দেওয়া হোক। কিন্তু গত কাল সারদার ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্ব পায় বিধাননগর পুলিশ কমিশনারেট। এটি আদের জারি করা নির্দেশের সম্পূর্ণ পরিপন্থি। তখনই এই কথা বলেন প্রধান বিচারপতি অরুণ মিশ্র। এই ঘটনায় সারদা কাণ্ডের মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি নিয়ে বড় সড় প্রশ্ন চিহ্ন তৈরি হল। কারণ মাত্র ২ দিন সময়ে মামলার সমস্ত বিষয় শুনে রায় দেওয়া কার্যত অসম্ভব বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
|
বিজেপির মামলা গেল ডিভিশন বেঞ্চে |
রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে পঞ্চায়েত ভোট নিয়ে যে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে একটি মামলা করে বিজেপি। সিঙ্গল বেঞ্চ সেই অভিযোগ শুনতে না চাওয়ায় ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে তারা। পরে ডিভিশন বেঞ্চ সেই অ্যাপিল গ্রহণ করে। আজই মামলা নথিভুক্ত করা হয়। তালিকা অনুযায়ী এই মামলার শুনানি হবে।
|
বান্দোয়ানে বাস দুর্ঘটনা, আহত ২০ |
পুরুলিয়া থেকে বান্দোয়ান যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের হাসপাতালে স্থানান্তরিত করতে সাহায্যও করেন তাঁরা।
|