চিনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর ভারত সফর এগিয়ে আসার সঙ্গে সঙ্গে দু’পক্ষের কূটনৈতিক চাপানউতোর বাড়ছে। লাদাখে সাম্প্রতিক চিনা সেনা-অনুপ্রবেশের ঘটনায় কূটনৈতিক উত্তেজনাও রয়েছে যথেষ্ট। গত কালই চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছিলেন, সীমান্ত সমস্যা মেটাতে প্রয়াস দ্বিগুণ করতে হবে। মঙ্গলবার ভারতের পক্ষ থেকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে, সীমান্ত জট কাটাতে নয়াদিল্লিও পিছপা নয়। দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের স্বার্থে সমাধান খুবই জরুরি। ২০ মে দু’দেশের শীর্ষ বৈঠকে যে যৌথ বিবৃতি দেওয়া হবে, তাতেও সীমান্ত সমস্যার বিষয়টি উল্লেখ থাকবে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরুদ্দিন। তাঁর কথায়, “দু’দেশের বিশেষ প্রতিনিধি স্তরে সীমান্ত সমস্যা নিয়ে ১৫ দফা আলোচনা হয়েছে। এর ফলে একটা সমঝোতায় পৌঁছনো গিয়েছে। এ বার দু’দেশের গ্রহণযোগ্য একটি কাঠামোর মধ্যে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে।”
|
সদ্য নির্বাচিত পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পুনরাভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এখনও আমন্ত্রণপত্র পাননি প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। মঙ্গলবার এ কথা জানালেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র সঈদ আকবরউদ্দিন। প্রসঙ্গত, এ দিনই কংগ্রেস নেতা রাহুল গাঁধী ব্যক্তিগত ভাবে নওয়াজ শরিফকে জয়ের অভিনন্দন জানিয়েছেন। অন্য দিকে শওকত খানুম হাসপাতালে এ দিন তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শরিফ।
|
এ মাসের শেষের দিকেই প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জাপান সফরের কথা জানালেন জাপান সরকারের মুখপাত্র ইউশিহিদি সুগা। সব ঠিক থাকলে চলতি মাসের ২৭ তারিখেই চার দিনের জাপান সফরে যাবেন তিনি।
|
গানের গুঁতো
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
বিমানে উঠেই হুইটনি হিউস্টনের বেশ ‘হিট’ একটি গান গাইতে শুরু করেছিলেন। কিন্তু টানা ছ’ঘণ্টা সেই গান শুনে ক্ষেপে গেলেন সহযাত্রীরা। তাই মাঝপথেই বিমানের জরুরি অবতরণ করিয়ে গ্রেফতার করা হল আমেরিকান এয়ারলাইন্সের এক যাত্রীকে। |