রাজ্য পঞ্চায়েত ভোট: রায় দিল ডিভিশনাল বেঞ্চ |
জয়ের দু’বছর পূর্ণ হওয়ার দিনেই হাইকোর্টে জোড়া ধাক্কা খেল রাজ্য সরকার—
•
ধনেখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ
•
পঞ্চায়েত মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ের উপরে রাজ্যের স্থগিতাদেশের আর্জি খারিজ করে জুন মাসের মধ্যেই তিন দফায় পঞ্চায়েত নির্বাচন করার নির্দেশ
তিন দিনের মধ্যে কমিশনের সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিন ঘোষণা করতে হবে নির্দেশ কলকাতা হাইকোর্টের। ১৫ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গতকাল পঞ্চায়েত মামলার শুনানির প্রথম দিনে নির্বাচন কমিশনকে রাজ্যের মোট স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ। আজ আদালতে প্রধান বিচারপতির কাছে সেই তালিকা জমা দেন কমিশনের আইনজীবী। আদালতে জমা দেওয়া সেই রিপোর্ট অনুযায়ি রাজ্যের মোট বুথের সংখ্যা ৫৭,০১৫, গণ্ডগোলের সম্ভাবনা নেই এমন বুথের সংখ্যা ২৪, ৬৩১ এবং মোট স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথের সংখ্যা ৩২,৩৮৪ (মোট বুথের ৫৬ শতাংশ)। জেলার পুলিশ সুপারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করেছে কমিশন। রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকারকে অতিস্পর্শকাতর বুথে দু’জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী এবং দু’জন কনস্টেবল, স্পর্শকাতর বুথে দু’জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী, স্পর্শকাতর নয় এমন নির্বাচনী কেন্দ্রে এক জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী এবং এক জন কনস্টেবল দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
|
‘কাগজের নৌকো’ ছবির প্রদর্শনে বাধার অভিযোগ |
রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে বন্ধ হয়ে গেল ‘কাগজের নৌকো’ ছবির প্রদর্শন। চিট ফান্ড কেলেঙ্কারি নিয়ে তৈরি এই ছবিটি মুক্তি পেয়েছে আজই। কিন্তু নানা কারণে রাজ্যের অনেক প্রেক্ষাগৃহেই ছবিটি প্রদর্শিত হচ্ছে না। কলকাতার সরকারি প্রেক্ষাগৃহ নন্দনেও ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল আজ। কিন্তু সেখানেও ছবিটি দেখানো হবে না। বর্তমানে রাজ্যে সারদা কাণ্ডের জেরে যে পরিস্থিতি, তাতে কাগজের নৌকো প্রদর্শন নিয়ে তৈরি এই সমস্যার পিছনে ছবির বিষয়ই যে মূল কারণ, এমনটাই মনে করছেন পরিচালক পার্থসারথি জোয়ারদার। শুধু তাই নয়, ছবির বিষয়বস্তুর নিরিখে ছবিটির প্রদর্শন নিয়ে তৈরি এই সমস্যার পিছনে রাজনৈতিক চাপের আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি।
|
চাতরায় লাইনচ্যুত আপ হলদিবাড়ি এক্সপ্রেস |
বীরভূমের চাতরা স্টেশনে ঢোকার আগে হঠাত্ই লাইনচ্যুত হয় আপ কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেসের ৩টি বগি। ট্রেনটির ইঞ্জিনের পরের ৩টি বগি লাইনচ্যুত হয়ে আহত হয়েছেন বেশ কিছু যাত্রী। স্টেশন কর্তৃপক্ষ এবং স্থানীয় মানুষজনের চেষ্টায় শুরু হয়েছে আহত যাত্রীদের উদ্ধারের কাজ। ঘটনাস্থল পরিদর্শনে কলকাতা থেকে রেলের আধিকারীকদের একটি দল রওনা হয়েছেন। কী ভাবে বা কী কারণে বগিগুলি লাইনচ্যুত হল তা খতিয়ে দেখবেন তাঁরা। |