পেটাতে না পারার আক্ষেপই তাতিয়ে দিয়েছিল পোলার্ডকে
কায়রন পোলার্ড সোমবার ব্রেকফাস্ট করেননি! ব্রায়ান লারার দেশের (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো) ব্যাটসম্যানের এ দিন ঘুম ভেঙেছেই তো দুপুর একটায়! নিজেই ম্যাচ শেষে ফাঁস করেন। কিন্তু খিদের জ্বালা যে এ ভাবে রাতের ওয়াংখেড়েতে বছর ছাব্বিশের ক্যারিবিয়ান মেটাবেন সেটা বোধহয় কল্পনাতেও ভাবেননি সানরাইজার্সের দুই হতভাগ্য বোলার থিসারা পেরেরা আর অমিত মিশ্র।
ওই মিনিট দশেকের পলি-সাইক্লোনেই অন্তত পরের চব্বিশ ঘণ্টার জন্য কেকেআরের প্লে অফের স্বপ্ন বেঁচে থাকা। তবে মঙ্গলবারই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঘরের মাঠ চিন্নাস্বামীতে কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়ে দিলেই সব আশা শেষ নাইটদের। তবে পঞ্জাবেরও কিন্তু একটা ডেভিড মিলার আছে!
দানবীয়
কায়রন পোলার্ড
২৭ বলে অপরাজিত ৬৬ রান, বাউন্ডারি ২, ওভার বাউন্ডারি ৮ স্ট্রাইক রেট ২৪৪.৪৪
স্বয়ং পোলার্ড কী বললেন তাঁর অবিশ্বাস্য ইনিংস নিয়ে? “আমি পাওয়ার হিটার। গত কয়েকটা ম্যাচে মনের মতো পেটাতে পারিনি। একটা আক্ষেপ তো ছিলই। পেটানো ব্যাপারটাই হল ওই নির্দিষ্ট ম্যাচে তোমার প্রতিপক্ষের সঠিক বোলারকে বাছতে পারাটা। থিসারার ব্যাড লাক। ও আজ সেই বোলারটা হয়ে গিয়েছিল আমার নির্বাচনে।” পোলার্ডের টি-টোয়েন্টিতে কেরিয়ার স্ট্রাইক রেট দেড়শোর কাছাকাছি (১৪৮.৮০)। এ দিন ২৪৪.৪৪! এমনকী এ দিনের আগে ১২ ম্যাচে মাত্র ১৩টি ওভার বাউন্ডারি ছিল পোলার্ডের। একটা মাত্র ম্যাচের পরেই সেটা বেড়ে দাঁড়াল ১৩ ম্যাচে ২১ ছক্কা!
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ডোয়েন ব্রাভো এ দিন চেন্নাই সুপার কিংস শিবির থেকে ওয়াংখেড়ের ম্যাচ চলাকালীন টুইট করেন, ‘পলি, এ বার তোমার দেখানোর পালা। এই আইপিএলে কিন্তু ক্যারিবিয়ানরাই সবচেয়ে বিধ্বংসী!’ ম্যান অব দ্য ম্যাচের চেক নিয়ে পোলার্ড বলেন, “ডোয়েন আমার দারুণ বন্ধু। আর এত শুভানুধ্যায়ী যখন ভরসা রাখে, তখন নিজের সাহসী হয়ে উঠতে ক্ষতি কী?” আর পোলার্ডের মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন রোহিত শর্মা এ দিন বাইশ গজে সারাক্ষণ সতীর্থের বেধড়ক ঠ্যাঙানি নন স্ট্রাইকার প্রান্ত থেকে উপভোগ করার পর বলে দেন, “পলিকে ক্রিজে আসার পর কিছু বলতে হয়নি। ওর তো এটাই স্বাভাবিক ব্যাটিং!”

যে দু’ওভারে ম্যাচ ঘুরল
১৭তম ওভার (থিসারা পেরেরা)
৬,১,৪,৬,৬,৬ (প্রথম দু’বল রোহিত, বাকি চার বল খেলেন পোলার্ড)।
১৮তম ওভার (অমিত মিশ্র)
১,৬,৬,০,৬ (নো বল),০,১ (প্রথম বল রোহিত বাকি ছয় বল পোলার্ড খেলেন)

যে জুটি ম্যাচ ঘোরাল
পোলার্ড-রোহিত চতুর্থ উইকেটে ৩৭ বলে অপরাজিত ৮৫ রানের পার্টনারশিপ




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.