ধনেখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ |
ধনেখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সাত দিনের মধ্যেই তদন্তের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৮ জানুয়ারি থানার লকআপে মৃত্যু হয় তৃণমূল কর্মী কাজী নাসিরুদ্দিনের। পুলিশ প্রশাসন ও সিআইডি এই মামলায় তদন্ত চালাচ্ছিল। কিন্তু তদন্তের গতিপ্রকৃতি ও ফলাফলে সিআইডির ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। তাই নিরপেক্ষ ও দ্রুত তদন্তের স্বার্থে ধনেখালি কাণ্ডের তদন্তের ভার দেওয়া হল সিবিআই-কে।
|
কলকাতার ১ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের নির্দেশ |
কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডে চার মাসের মধ্যেই উপনির্বাচনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ। পুরসভা সূত্রের খবর, ২০১১ সালে ওই ওয়ার্ডের কাউন্সিলর ইলা দাম মারা যান। তার পর থেকেই এই ওয়ার্ডে কোনও জনপ্রতিনিধি নেই। ফলে দীর্ঘ দিন ধরেই নানা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এ বিষয়ে হাইকোর্টে একটি জনস্বার্থের মামলা করা হয়। সেই মামলার জেরেই এই রায় দিল হাইকোর্ট।
|
আত্মসমর্পণের চেষ্টায় ধৃত ১ মাওবাদী |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম অচিন্ত্য কুইতি। বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। তাকে গ্রেফতার করে কালিঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশি প্রশ্নের মুখে ধৃতের দাবি, সে এক জন মাও সদস্য। আত্মসমর্পণের জন্যেই কলকাতায় এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁকে আত্মসমর্পণের কথা জানানোর জন্যেই তার এই এলাকায় আসা। বিষদ জানতে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। |