রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলায় যে, তাকে নিয়ে পুরো একটা বই! কী দুঃসাহস ‘রূপনারায়ণপুর সংবেদনা’র অবিশ্যি, শহর থেকে দূরের খোঁজখবর রাখেন যাঁরা তাঁরা জানেন এ সাহস তাকেই মানায়। গত আট বছর ধরে এ সংস্থা ডাক দিয়ে আসছে দুনিয়ার পলাশ-পাগল আর পলাশ-প্রিয়াদের, এক হও, এক হও সংবেদনার বন্ধুরা ২০০৬-এ শুরু করেছিলেন পলাশ উৎসব। দেন্দুয়া রামচন্দ্রপুরের পলাশ-জঙ্গলে তার পরে নানা জায়গায় আলোয় আর প্রকৃতির আবীরে রঙিন থেকে আরও রঙিন হয়েছে পলাশ উৎসব গত বছর তা হয়েছিল মাইথন ড্যামের ধারে ঝাড়খণ্ডের দিকের পলাশ জঙ্গলে। এ বার পলাশপ্রেমের নতুন নিবেদন বাৎসরিক পলাশ-বিষয়ক পত্রিকা ‘পলাশ কথা’ নজরুলের পলাশ-ভাবনা থেকে শুরু করে ডাকটিকিটে পলাশ—ইতিহাস-ভূগোল-সাহিত্য-শিল্প ছেনে পলাশ খুঁজেছেন নানা প্রেমিক, সঙ্গে অজস্র ছবি পত্রিকার সম্পাদক দিবাকর দাস।
|
ডিআরডিসি হলে অনুষ্ঠান।—নিজস্ব চিত্র |
স্বামী বিবেকানন্দ-র জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে সম্প্রতি ডিআরডিসি হলে তিন দিন ধরে অনুষ্ঠান হয়েছে। আয়োজক সিউড়ির সাংস্কৃতিক ফোরাম ‘সারস্বত সংসদ’। বিবেকানন্দের বাণী ও আদর্শ নিয়ে সেমিনার হয়েছে। ‘যুগ দিশারী বিবেকানন্দ’ নৃত্য আলেখ্যটি দর্শকদের নজর কেড়েছে। সেটির পরিবেশন করেছে ‘সংস্কার ভারতী’র সিউড়ি শাখা। |