দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন তিন জন। সাধারণ মানুষ এবং পুলিশ হাজির তাঁদের উদ্ধার করতে। আচমকা ঝাঁকে ঝাঁকে ধেয়ে এল মৌমাছি। আতঙ্কে সকলেই দে ছুট। জখমেরা তখনও কাতরাচ্ছেন। আধ ঘণ্টা পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হল এক জনের। রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের শাঁখশহর পুকুরের কাছে ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম কালীপদ সর্দার (৪০)। জখম অবস্থায় তাঁর ছেলে সুরজিৎ সর্দার ও তাঁদের প্রতিবেশী রাজু রুইদাসকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হতাহতেরা শাঁখশহর গ্রামেরই বাসিন্দা। পুলিশের অনুমান, দুর্ঘটনার পরে ভিড়ের মধ্যে কেউ রাস্তার ধারের গাছের মৌচাক ভেঙে দেওয়াতেই ওই বিপত্তি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর ১২টা নাগাদ একটি মোটরবাইকে কালীদাসবাবুরা সোনারপুরের দিকে যাচ্ছিলেন। শাঁখশহরের কাছে উল্টো দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে মোটরবাইকটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরে তিন জনে ছিটকে পড়েন। মৌমাছির ঝাঁক চলে যাওয়ার পরে আহতদের প্রথমে ভাঙড়ের নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করানো হয় চিত্তরঞ্জন হাসপাতালে। সেখানেই মারা যান কালীপদবাবু।
|
কুকুরদের জন্য বিশেষ কম্পিউটার তৈরি করছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। সেই কম্পিউটারে কুকুররা খেলবে। প্রভুর সঙ্গে যোগাযোগও রাখতে পারবে। বিভিন্ন কুকুরপ্রেমী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে ওই কাজে হাত দিয়েছেন গবেষকরা।
|
গরম কাটাতে জলকেলি হস্তিযূথের। বনগাঁয় একটি
সার্কাসের তাঁবুতে ছবি তুলেছেন পার্থসারথি নন্দী।
|
বোলপুরে
কঙ্কালীতলা এলাকার একটি পুকুর থেকে শনিবার চারটি
কচ্ছপ উদ্ধার করেন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র মৃত্যুঞ্জয় কৈবর্ত।
রবিবার বিধায়ক দেবশ্রী রায় ও মন্ত্রী স্বপন দেবনাথের উপস্থিতিতে
সেগুলিকে ছেড়ে দেওয়া হয় বল্লভপুর অভয়ারণ্যের প্রকৃতি
বীক্ষণকেন্দ্রের জলাশয়ে। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী
|
দেদার জমছে আবর্জনা। হুঁশ নেই প্রশাসনের। এর জেরেই বর্ধমানের
বাঁকা নদী মজে যাচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। —নিজস্ব চিত্র।
|
পাকা ঘর খাসা। জলপাইগুড়িতে সন্দীপ পালের তোলা ছবি।
|
মধুর টানে
আরামবাগে মোহন দাসের তোলা ছবি। |
|