আপনার আজকের দিনটি |
|
 |
মেষ: উপার্জন বাড়ানোর নতুন পন্থা নিয়ে সংসারে মতবিরোধ। চুরি বা ডাকাতিতে দ্রব্যার্থের ক্ষতির আশঙ্কা। সংক্রমণজনিত জ্বরকাশি ভোগাবে। |
|
 |
 |
বৃষ: কোনও কর্তার আনুকূল্যে কর্মক্ষেত্রে অবিচারের মোকাবিলা। স্বজনবন্ধুর পারিবারিক অনুষ্ঠানে অপ্রীতিকর পরিস্থিতির সামাল দিতে পারেন। শেয়ার বা ফাটকায় লাভ। |
|
 |
 |
মিথুন: ফের শেষ সময়ে পদোন্নতি পিছিয়ে যাওয়ার আশঙ্কা। নৃত্যগীতাদি চারুকলার অনুশীলনে অগ্রগতি। মিলতে পারে বিশেষ স্বীকৃতিও। সাধুসজ্জনের সান্নিধ্যে মানসিক শান্তি। |
|
 |
 |
কর্কট: ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে। ভাল কাজের প্রতিদানে উপহাস বা অপমান জোটার আশঙ্কা। সংক্রমণ ও শিরঃপীড়ায় কাজকর্মে ব্যাঘাত। |
|
 |
 |
সিংহ: ছিদ্রান্বেষীদের কূটকচালিতে কর্মক্ষেত্রে অশান্তি বাড়তে পারে। অতিরিক্ত উচ্চাশা থেকে বিপদের আশঙ্কা। জ্যোতিষ ও রহস্যবিদ্যার চর্চায় অগ্রগতি বাড়তি উপার্জনের দিশা দেখাতে পারে। |
|
 |
 |
কন্যা: দৃঢ় ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের সুফল মিলতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রগতিতে আকস্মিক বাধা। পেশির সমস্যা ভোগাবে। |
|
 |
 |
তুলা: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সূত্রে একাধিক কর্মসংস্থানের সম্ভাবনা। দুর্জনের অপচেষ্টা দমন করে অগ্রগতি। সপরিবার কাছেপিঠে ভ্রমণের পরিকল্পনা। |
|
 |
 |
বৃশ্চিক: পারিবারিক গোলমালে অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হতে পারে। বন্ধুর সাহায্যে প্রেমপ্রণয়ের সমস্যামুক্তি। নেত্রপীড়ায় ক্লেশ। |
|
 |
 |
ধনু: অতিরিক্ত আত্মবিশ্বাস বিড়ম্বনা ডেকে আনতে পারে। কর্মীদের কারচুপিতে ব্যবসায় লোকসান। পিত্তাধিক্য ও জ্বরাদি পীড়া ভোগাবে। |
|
 |
 |
মকর: কর্মসূত্রে বিদেশ সফরের সুখবর পাওয়ার সম্ভাবনা। প্রেমপ্রণয়ে জটিলতা মানসিক স্থিতি টলিয়ে দিতে পারে। থাইরয়েডের সমস্যায় ভোগান্তি। |
|
 |
 |
কুম্ভ: স্বনিযুক্তি প্রকল্পে বাড়তি উপার্জনের শুভ সূচনা। অসাবধানতায় কোনও মূল্যবান দ্রব্যাদির ক্ষতির আশঙ্কা। প্রেমপ্রণয় ঘিরে পারিবারিক অশান্তি। |
|
 |
 |
মীন: বৈদেশিক দ্রব্যার্থ লাভের শুভ যোগ। কুটুম্বিতা নিয়ে স্বজনবান্ধবের সঙ্গে মনোমালিন্য। দুর্ঘটনায় অস্থিভঙ্গ বা রক্তপাতের আশঙ্কা। |
|
|