চলচ্চিত্রে রবি-কবিতা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পঁচিশে বৈশাখে রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে তৈরি ১৩টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উদ্বোধন করল কেন্দ্রীয় সংস্কৃত মন্ত্রক। ছবিগুলি পরিচালনা করেছেন বুদ্ধদেব দাশগুপ্ত। রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবেই ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে ছবিগুলি নির্মিত। বেছে নেওয়া ১৩টি কবিতা হল বাঁশি, কৃষ্ণকলি, মুক্তি, ফাঁকি, পুকুরধারে, এক গাঁয়ে, ক্যামেলিয়া, বাঁশিওলা, শেষ চিঠি, হঠাৎ দেখা, পত্রলেখা, বাসা বাড়ি, ইস্টিশন। ছবিগুলি উদ্বোধন করেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী চন্দ্রেশকুমারী কাটোচ। গোটা প্রকল্প তথা স্ক্রিনিং কমিটির দায়িত্বে ছিলেন পরিচালক শ্যাম বেনেগাল।
|