সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী |
আজ মহাকরণে একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী একটি বিশেষ সামাজিক সুরক্ষা স্কিম চালু করার কথা বলেন। তিনি জানান, অর্থনৈতিক দুর্নীতি ঠেকাতে দ্রুত বিল পাস করার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু সাধারণ মানুষ যাতে তাঁদের টাকা কোনও সুরক্ষিত জায়গায় জমা করতে পারেন তার জন্য ভাবনা চিন্তা করছে সরকার। এ ব্যাপারে একটি বিশেষ সামাজিক সুরক্ষা স্কিম চালু করার কথা ভাবছে সরকার। অর্থ দফতরের ওয়েবসাইটে স্কিম সম্বন্ধে জনসাধারণের কাছ থেকে মতামত নেওয়া হবে। একমাস পর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য। তিনি বিশেষ ভাবে জানিয়েছেন, “এ বিষয়ে আমি এবং অর্থমন্ত্রী ছাড়া আর কেউ কোনও কথা বলবেন না।”
|
কর্নাটকে একক সংখ্যা গরিষ্ঠতা পেল কংগ্রেস |
সকাল থেকেই কর্নাটকের বিধানসভা ভোটের ফলাফলের দিকে নজর ছিল সকলের। এক দিকে কেন্দ্রে ক্ষমতায় থাকা কংগ্রেস, অন্য দিকে প্রধান বিরোধী দল বিজেপি। এ ছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা নতুন পার্টি কর্নাটক জনতা পক্ষ তৈরি করে লড়াইকে ত্রিমুখী করবেন বলে ধারণা ছিল অনেকের। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল প্রায় একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিধানসভায় চালকের আসনে বসছে কংগ্রেস। সম্প্রতি একের পর এক দুর্নীতির অভিযোগে জেরবার কংগ্রেস বিজেপির হাত থেকে কী ভাবে ক্ষমতা ছিনিয়ে আনল, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মত, কর্নাটকে বিজেপির গোষ্ঠি কোন্দল ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার পদত্যাগ এ ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে। ফলাফলে স্পষ্ট যে, বিজেপি ‘ম্যাজিক’ একেবারেই চলেনি। বিরোধী দলের তকমা কোন দল পাবে তা নিয়ে ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে বিজেপি এবং জেডিএস। |
মোট আসন ২২৩ *
ম্যাজিক ফিগার ১১৩ |
দল |
সময় |
১০:৩০ |
১১:৩০ |
১:০০ |
২:০০ |
চূড়ান্ত ফল |
কংগ্রেস
বিজেপি
জেডিএস
কেজেপি
অন্যান্য |
১০৯
৩৯
৪৪
১৪
১৩ |
১১৫
৩৬
৪২
১২
১৬ |
১১৭
৩৬
৪১
৯
২০ |
১২০
৩৯
৩৮
৮
১৮ |
১২০
৪০
৪০
৭
১৬ |
* পেরিয়াপাটনা কেন্দ্রে বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায়
২৮ মে পর্যন্ত একটি আসনে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। |
|
চিংড়িঘাটায় বাসে আগুন, আহত বেশ কিছু যাত্রী |
আজ সকালে শহরের ব্যস্ত সময়ে চিংড়িঘাটার মোড়ে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগে যায়। যাত্রীরা জানিয়েছেন, বাসটি বিরাটি থেকে গড়িয়ায় যাচ্ছিল। চিংড়িঘাটার কাছে এসে বাসটির নিচে কিছু যাত্রী আগুন দেখতে পান। হুড়মুড় করে নামতে গিয়ে কয়েকজন আহতও হন। এর পরই বাসটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বেলেঘাটা ট্রাফিক গার্ডের তরফ থেকে দমকলে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ২০ মিনিট পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়। কিন্তু তত ক্ষণে বাসটির অধিকাংশই পুড়ে গিয়েছিল। এর পর আরও ২টি ইঞ্জিন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
|
বর্ধমানে পথ দুর্ঘটনায় মৃত ২ |
বর্ধমানের বাঁকুড়া রোডে একটি পথ দুর্ঘটনার ২ জনের মৃত্যু হল। আহত হলেন আরও ৩৫ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রায় ৪০ জন লোক ছিলেন ওই গাড়িটিতে। ঘটনাস্থলেই ২ জন মারা যান। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
|
মালবাজারের বামুনডাঙা চা বাগানে একটি চিতাবাঘকে খাঁচাবন্দি করলেন বন দফতরের কর্মীরা। বাঘটিকে ধরার জন্য বহুদিন ধরেই চেষ্টা চালাচ্ছিলেন তাঁরা। এর জন্য গত কাল একটি ফাঁদও পাতা হয়। সেই ফাঁদে আজ সকালে ধরা পড়ে চিতাবাঘটি। বন দফতর সূত্রে খবর, খুব শীঘ্রই সেটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হবে।
|