প্রায় সপ্তাহখানেক ধরে বুদবুদের সেনাবাহিনীর বেস জঙ্গলে ঘুরেফিরে মঙ্গলবার গভীর রাতে এলাকা ছেড়ে গেল হাতির পাল। তিন খুদে-সহ ১৮টি হাতি ছিল দলে। বেশ কয়েক দিন ধরে ওই হাতির পালের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়েছেন এলাকাবাসী। বন দফতর দফায় দফায় অভিযান চালালেও হাতির পাল নড়েনি। গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন, হাতি তাড়াতে তেমন উদ্যোগী নয় বন দফতর। এমনকী হাতির পাল তাড়িয়ে গ্রামের মাঠে নিয়ে যাওয়ার সময়ে গ্রামবাসীদের হাতে বনকর্মীরা মার খেয়েছেন বলেও অভিযোগ। তার জেরে হাসপাতালে ভর্তি করানো হয় মারের চোটে জখম দুই বনকর্মীকে। বুধবার সকালে বন দফতরের বর্ধমান বিভাগের পানাগড় রেঞ্জ অফিসার কাশীনাথ দে বলেন, “মাঝরাতে হাতির পালকে দামোদর পার করিয়ে বড়জোড়া রেঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে।”
|
নিজের বাড়ির চত্বরেই হাতির পায়ে পিষ্ট হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে তেজপুরে। গত কাল এলাকার বাসিন্দা থুলেশ্বর নাথ (৭২) নিজের বাড়ির বাগান সাফ করছিলেন। সেই সময় হাতির পাল তাঁর বাড়িতে ঢুকে পড়ে। হাতির শুঁড়ের আছাড় ও পায়ের চাপে ঘটনাস্থলেই মারা যান তিনি। |
বুধবার সর্পদষ্ট হয়ে মৃত্যু হল কিশোরীর। ঘটনাটি ঘটে বাঁকুড়ার কোতলপুরের লাউগ্রামে। পুলিশ জানায়, মৃতার নাম প্রিয়া দুলে (১৪)। ঘুমন্ত কিশোরীকে সাপে ছোবল মারে। পরে হাসপাতালে মারা যায় মেয়েটি।
|