মনবিন্দর বিসলার মনে হচ্ছে, তাঁর ইনিংস টিমের ‘টনিক’-এর কাজ করবে!
অপ্রস্তুত ইউসুফ পাঠান কথা দিচ্ছেন, যত তাড়াতাড়ি সম্ভব মারকুটে ‘পাঠানে’ ফিরবেন!
গৌতম গম্ভীর ডাক দিচ্ছেন শেষ যুদ্ধের। বলে ফেলছেন, “আমাদের ধারাবাহিক ভাবে ভাল খেলে যেতে হবে। যেটা হচ্ছে না।”
হাতে পড়ে সাত ম্যাচ। দরকার ছ’টা জয়। গম্ভীরদের হিসেব বলছে, ছ’টা নয়, পাঁচটা হলেই চলবে। কিন্তু সেটা কত দূর সম্ভব?
আজ, বুধবার রায়পুরে বীরেন্দ্র সহবাগের দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে নামছে কেকেআর। এবং বাকি আইপিএলে কেকেআরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ সম্ভবত এটাই হতে চলেছে। সহবাগদের বিরুদ্ধে জিতলে তবু সামান্য কিছুটা হলেও আশা বেঁচে থাকবে। আর হারলে? প্লে অফে ওঠা প্রায় অসম্ভব। কারণ পরের দিকে মুম্বই ইন্ডিয়ান্স থেকে ক্রিস গেইলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সবাইকেই সামলানো বাকি। আর ঘরের মাঠে ম্যাচ পড়ে মোটে একটা। আগামী শুক্রবার ইডেনে রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস। তাই এক দিক থেকে দিল্লি ম্যাচটা কেকেআরের কাছে মরণ-বাঁচন। তবে ঘটনা হল, সহবাগদের দাপট আটকানো ছাড়াও আরও একটা জিনিসের সঙ্গে লড়তে হবে কেকেআরকে। রায়পুরের গরম। কেকেআর এ দিন যেমন বাধ্য হল রাত আটটা থেকে প্র্যাক্টিস করতে। |
জওয়ানদের প্রশ্নে অপ্রস্তুত ইউসুফ |
সেনা ছাউনিতে ব্রেট লি-র সঙ্গে ইউসুফ পাঠান। রায়পুরে। ছবি টুইটারের সৌজন্যে। |
টিমে চোট-আঘাত বলে বিশেষ কিছু নেই। সচিত্র সেনানায়কে টিমের সঙ্গে যোগ দিয়েছেন। মঙ্গলবার রায়পুরের আর্মি ক্যাম্পে গিয়েছিলেন গম্ভীর-ইউসুফ পাঠানরা। সেখানেই পাঠানকে সেনাবাহিনীর জওয়ানরা অপ্রস্তুত অবস্থায় ফেলে দেন। জিজ্ঞেস করেন, ‘‘বহু দিন হয়ে গেল আপনাকে ছয়-চার মারতে দেখা যায় না। আবার কবে আপনাকে বিগ শট মারতে দেখা যাবে?” যা শুনে আমতা-আমতা করে বলে ফেলেন, “বহুত জলদ।” চূড়ান্ত অফ ফর্মে থাকা সত্ত্বেও যাঁকে খেলানো নিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তর খোঁচাখুঁচি সহ্য করতে হল গম্ভীরকে। যা শুনে কেকেআর অধিনায়কও শুনিয়ে রাখলেন, “কেকেআর শুধু ইউসুফ পাঠানকে নিয়ে নয়। আমরা এগারো জনের ফর্ম নিয়েই চিন্তিত। আমাদের টিম ম্যানেজমেন্টের সম্পূর্ণ আস্থা আছে ইউসুফের উপর।” কেকেআর অধিনায়ক তো বটেই, চেন্নাই ম্যাচে নাইটদের হয়ে স্বপ্নের ইনিংস খেলা বিসলারও মনে হচ্ছে প্লে অফের স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি। “কাজটা এমন কিছু কঠিন নয়। আমাদের পারা উচিত। সাতটার মধ্যে পাঁচটা জিততে হবে। তবে আমাদের ভাল খেলাটা দরকার। আর আমার মনে হয় ফিরে আসার লড়াইয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে আমার ইনিংস টিমের কাছে টনিকের কাজ করবে।” |