পুতুল খেলা: কৃষ্ণনগরে রাস্তার ধারে হাত পুতুল বা বেনি পুতুলের খেলা দেখাচ্ছেন গণেশ ঘোড়ুই। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের পদ্মতামলি গ্রামে। এক সময় ওই গ্রামের ৭০-৮০ ঘর মানুষের জীবিকা ছিল পথে পথে ঘুরে ঘুরে এই ভাবেই হাত পুতুলের খেলা দেখানো। এখন সেই শিল্পীর সংখ্যা কমে এসেছে। তবে গণেশবাবু ৪৬ বছর ধরে পথে পথে এই পুতুল খেলা দেখিয়েই সংসার চালান। নিজস্ব চিত্র। |