আজকের শিরোনাম
ধাপা-কাণ্ড: ফাঁসিয়েছে স্বর্ণকমল সাহা, তোপ কাওয়ের
আজ ২ ঘণ্টার প্যারোলে ছাড়া পেয়ে কলকাতা পুরসভার ৭ নম্বর বরোর নির্বাচনে ভোট দিতে আসেন ধাপাকাণ্ডে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাও। ধাপার অপর তৃণমূল নেতা অধীর মাইতিকে খুনের অভিযোগ গ্রেফতার হন তিনি। বরোর দফতরে কাওয়ের পৌঁছনোর খবর পেয়েই হাজির হয় তার সমর্থক তৃণমূলকর্মীরা। তারা কাওয়ের সমর্থনে স্লোগান দিতে থাকে। এ দিকে, ভোট দিতে ঢোকার আগে তিনি সাংবাদিকদের জানান, তিনি কারও কথায় আসেননি, কোর্টের অনুমতিতেই ভোট দিতে এসেছেন। এবং ভোট দেবেন তৃণমূলকেই। তিনি অভিযোগ করেন, তাকে চক্রান্ত করে ফাঁসিয়েছেন বউবাজার কেন্দ্রের বিধায়ক স্বর্ণকমল সাহা। কাউয়ের এই মন্তব্যের পর স্বর্ণকমলবাবুর প্রতিক্রিয়া, ‘‘কেন এই অভিযোগ করা হয়েছে জানি না। তবে অভিযোগ শুনে আমি আশ্চর্য। এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’’

চাঁদিপুরে ডিআরডিও-র অস্ত্রাগারে আগুন
আজ ভোর চারটে নাগাদ চাঁদিপুরের ডিআরডিও-র অস্ত্রাগারে আগুন লাগে। পরীক্ষার জন্য প্রচুর গোলাগুলি ও অস্ত্র মজুত ছিল ওই অস্ত্রাগারে । ছিল পিনাক রকেটও। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। চাঁদিপুর থানার ওসি পি কে আচার্য জানিয়েছেন, বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা ছিল। তবে কেউ হতাহত হননি। ১২টি দমকলের ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ঘটনার পর গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারিও। কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।

মালদহ ও বসিরহাটে ডাকাতি
মালদহের গাজলে একটি পেট্রোল পাম্পে ভোররাতে হামলা করে এক দল সশস্ত্র ডাকাত। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ১২-১৪ জনের একটি দল হঠাত্ই আক্রমণ করে পেট্রোল পাম্পে। পাম্পের কর্মীদের ব্যাপক মারধর করে। বেশ কিছু ক্ষণ ধরে তাণ্ডব চালানোর পর বোমা ফাটাতে ফাটাতে পালিয়ে যায়। পাম্পের এক কর্মী জানিয়েছেন, নগদ প্রায় ২ লক্ষ টাকা লুঠ করেছে ডাকাতরা। এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অন্য দিকে, বসিরহাটের নৈহাটি গ্রামে ভোররাতে কয়েকটি বাড়িতে লুঠপাট চালায় এক দল দুষ্কৃতী। কয়েক লক্ষ টাকা নগদ ও গয়না নিয়ে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে প্রশাসনসূত্রে খবর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.