চিকিত্সায় গাফিলতির অভিযোগে হাসপাতালে তাণ্ডব |
চিকিত্সায় গাফিলতির অভিযোগে রোগীর আত্মীয়রা আজ ভাঙচুর চালালেন সিউড়ির জেলা সদর হাসপাতালে। মারধর করা হয় কর্তব্যরত চিকিত্সক ও নার্সদের। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছয় পুলিশ। কিন্তু বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে তাদের হাসপাতালের ভিতরেই লাঠি চালাতে হয়। এই ঘটনায় ১ জন গ্রেফতার হয়েছে। প্রসববেদনা নিয়ে সিউড়ির সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন লাভপুরের হালিমাবিবি। লাভপুরের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘রেফার’ হয়ে আসা ওই প্রসূতির রাতেই অস্ত্রোপচার করে একটি সন্তান প্রসব করানো হয়। এর পর হালিমাবিবির পরিবারের পক্ষ থেকে ডাক্তারদের জানানো হয়, গ্রামীণ হাসপাতাল থেকে তাঁদের জানানো হয়েছে, ওই মহিলার গর্ভে দু’টি সন্তান আছে। প্রথমে এই কথায় গুরুত্ব না দিলেও পরের দিন আরও এক বার অস্ত্রোপচার করে ডাক্তাররা হালিমাবিবির দ্বিতীয় সন্তানটির প্রসব করান। এর পরেই রোগীর আত্মীয়রা চিকিত্সায় গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন। কর্তব্যরত চিকিত্সক ও নার্সদের মারধর করার পাশাপাশি তারা হাসপাতালে ব্যাপক ভাঙচুর করেন। নার্সদের গালে প্রকাশ্যে থাপ্পড় মারতেও দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। এর পর হাসপাতালে পুলিশ এসে লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল সুপার এই নিয়ে কোনও মন্তব্য করেননি।
|
দুষ্কৃতী হামলায় মহিলা খুন |
বসিরহাটের স্বরূপনগরের কৈজুরিতে কিছু দুষ্কৃতীর হাতে খুন হলেন এক মহিলা। বছর পঁয়ত্রিশের মৃত ওই মহিলার নাম স্বপ্না সরকার। মৃতের পরিবারের লোকেরা জানান, স্বপ্নাদেবীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা প্রথমে গুলি চালায়, কিন্তু কোনও কারণে সেই গুলিতে কাজ হয়নি। পরে তারা বোমাও ছোঁড়ে। বোমার আঘাতে আহত মহিলার মৃত্যু নিশ্চিত করতে এর পর দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপায়। প্রায় বছর দশেক আগে ওই মহিলার স্বামীও খুন হয়েছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা এই খুনের পেছনে বাংলাদেশি দুষ্কৃতীদের হাত রয়েছে। কেন না, যে জায়গায় স্বপ্নাদেবীদের বাড়ি তার ঠিক পাশেই বাংলাদেশ সীমান্ত। তাঁদের বাড়ির চৌহদ্দি পেরোতেই একটা পুকুর আর তার পরেই বাংলাদেশ। স্বপ্নাদেবীর মেয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, এলাকার এক গরু ব্যবসায়ী বাংলাদেশের কিছু দুষ্কৃতীকে নিয়ে এসে এই হত্যা-কাণ্ড চালিয়েছে। খুনের জায়গার পাশেই একটি আস্ত না-ফাটা কার্তুজ পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, এই গুলিটাই দুষ্কৃতীরা প্রথমে চালায়, কিন্তু কোনও কারণে সেটি না-ফাটায় পরে বোমা ছোঁডে়। তবে ঠিক কী কারণে এই খুন, সে বিষয়ে এখনও পর্যন্ত অন্ধকারে পুলিশ।
|
সারদার মিডল্যান্ড পার্কের অফিসে পুলিশি তল্লাশি |
মিডল্যান্ড পার্কে সারদার কার্যালয়ে আজ সকালে তল্লাশি চালালেন গোয়েন্দারা। সঙ্গে ছিলেন সারদা গোষ্ঠীরই দুই মহিলা কর্মী। এই অফিস থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। অন্য দিকে সকাল থেকেই সারদা-কাণ্ডে মূল অভিযুক্ত সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে দফায় দফায় জেরা করেছে অসম পুলিশ। পাশাপাশি জেরা করা হয়েছে দেবযানী মুখোপাধ্যায়কেও।
|
ট্রেন থেকে অস্ত্র উদ্ধার, ধৃত ১ |
বর্ধমানে ডাউন জামালপুর এক্সপ্রেস থেকে উদ্ধার হল বেশ কিছু অস্ত্র। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। ৩টি পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ৬৫ রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। ট্রেনের ভিতর এত অস্ত্র কী ভাবে এল এবং এগুলি নিয়ে কোথায় কী উদ্দেশ্যে যাওয়া হচ্ছিল আপাতত সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
কিন্নরে ধসের কবলে পর্যটকেরা। ফেরার রাস্তা আটকে বুধবার থেকে প্রায় ৬০-৭০ জন বাঙালি পর্যটক কিন্নরের বিভিন্ন হোটেলে বন্দি। রাজ্য সরকারের কাছে তাঁরা সাহায্যের আবেদন জানিয়েছেন বলে জানা গিয়েছে। |