বাড়তি বিলের অভিযোগে শিলিগুড়ির সেবক রোডের একটি নার্সিংহোমে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে মৃত রোগিণীর আত্মীয়দের বিরুদ্ধে। শনিবার সকালে ওই ঘটনার পরে দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ কয়েকজনকে আটক করলেও পরে ছেড়ে দেয়। পুলিশ জানায়, মৃতার নাম নন্দা বন্দ্যোপাধ্যায় (৬৫)। বাড়ি নকশালবাড়িতে। গত ১৩ এপ্রিল তিনি অগ্নিদগ্ধ অবস্থায় ওই নার্সিংহোমে ভর্তি হন। ২৬ এপ্রিল নার্সিংহোমেই তাঁর মৃত্যু হয়। নার্সিংহোম কর্তৃপক্ষের অভিযোগ, চিকিৎসার বিলের অঙ্ক বেশি হওয়ার অভিযোগে ভাঙচুর হয়। রোগিণীর বাড়ির লোকজনের পাল্টা অভিযোগ, বিল নিয়ে খোঁজখবর করলে নার্সিংহোমের কর্মীরা দেহ আটকে রেখে মারধরের হুমকি দেন। এ দিন সকালে বাড়ির লোকজন মৃতদেহ নেন। এর পরে শুরু হয় বচসা। পরে থানাতেই দু’পক্ষ আলোচনা করে বিবাদ মিটিয়ে নেয় বলে পুলিশের দাবি।
|
টিন-এজারদের জন্য বিশেষ হেল্থ কার্ড চালু হল ই এম বাইপাসের এক বেসরকারি হাসপাতালে। ১৩ থেকে ১৯ বছর বয়সী ছেলেমেয়েরা ওই হাসপাতালে হেল্থ কার্ড করালে আউটডোর এবং ইনডোরের যে কোনও পরিষেবায় ১৯ শতাংশ ছাড় পাবে। বৃহস্পতিবার রুবি জেনারেল হাসপাতালের ১৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন হাসপাতালের সিইও স্বরাজব্রত পুরকায়স্থ। পাশাপাশি তিনি জানান, ১৯ বছর বয়সী দুই নার্সিংয়ের পড়ুয়াকেও নিখরচায় ওই প্রতিষ্ঠানের নার্সিং স্কুলে পড়ানোর ব্যবস্থা করছেন তাঁরা।
|
শিলিগুড়ি জেলা হাসপাতালে রক্ত সঙ্কট দেখা দিয়েছে। বৃহস্পতিবার অনেককে মেডিক্যাল কলেজ হাসপাতালের আঞ্চলিক ব্লাড ব্যাঙ্কে পাঠানো হয়। আঞ্চলিক ব্লাড ব্যাঙ্কের অধিকর্তা মৃদুময় দাস বলেন, “রক্ত সংগ্রহের শিবিরের অভাবেই জেলা হাসপাতালে এই সঙ্কট।”
|
দক্ষিণ দিনাজপুরে জাপানি এনসেফেলাইটিস রোধে টিকাকরণ কর্মসূচী চলছে জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে। বৃহস্পতিবার বালুরঘাট এবং তপন ব্লকের হাইস্কুল ও প্রাথমিক স্কুলের পড়ুয়াদের শিবির করে ওই টিকাকরণ করা হয়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাজল মণ্ডল জানান, জেলার ৮টি ব্লক এবং ২টি পুরসভা এলাকার ১ থেকে ১৫ বছর বয়সের প্রায় সাড়ে ৪ লক্ষ শিশু ও কিশোর কিশোরীকে ওই কর্মসূচীর আওতায় আনা হবে। ১৬ এপ্রিল থেকে জেলাজুড়ে প্রাথমিক স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্র গুলিতে শিবির করে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে।
|
জকপুরের এক গোলাপ বাগিচা কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার চক্ষু পরীক্ষা শিবির হল। পূর্ব মেদিনীপুরের চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমের চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা ই শিবিরে চক্ষু পরীক্ষা করেন। |