ফের জিজ্ঞাসাবাদ সুদীপ্ত-দেবযানীকে |
আজ সকাল থেকেই নিউ টাউন থানায় ফের জিজ্ঞাসাবাদ করা হয়েছে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন-সহ সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর দেবযানী ও অপর শীর্ষ কর্তা অরবিন্দ চৌহানকে। গতকালই অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল বিধাননগর এসিজেএম আদালত। জেরা করেছেন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ। বিপুল অর্থের হদিশ পেতে প্রত্যককে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ডেকে পাঠানো হয়েছে অভিযুক্তদের আইনজীবীদেরও। সারদা গোষ্ঠীর ডিরেক্টর মনোজ নাগেলকে আজ ফের আদালতে পেশ করা হয়। তাকে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। অন্যদিকে সারদা-কাণ্ডে জড়িত থাকার পাশাপাশি বেতন না দেওয়া, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে তৃণমূল সাংসদ কুণাল ঘোষ, চ্যানেল টেন-এর ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দত্ত-সহ চারজনের বিরুদ্ধে গতকাল রাতেই পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন চ্যানেল টেন-এর কর্মীরা।
|
বারাসতে নাবালিকার শ্লীলতাহানি |
ফের শ্লীলতাহানি বারাসতে। গতকাল দুপুরে সাত বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে প্রশান্ত দত্ত নামে এক ব্যক্তিকে আজ গ্রেফতার করে পুলিশ। দুপুরে ওই নাবালিকা বাড়িতে একা ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সেই সুযোগে প্রশান্ত মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করে। মেয়েটিকে মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে।
|
আজ সকালে আসানসোলের উত্তর থানার কাছে বাস ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘাতক বাসটিতে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঘটনার পরেই গা ঢাকা দেয় বাস চালক ও খালাসি। তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
|