১৪ দিনের পুলিশি হেফাজত সুদীপ্তদের |
আজ বিধাননগর এসিজেএম আদালতে পেশ করা হল গত কাল ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন, সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায় ও এক শীর্ষ কর্তা অরবিন্দ সিংহ চহ্বনকে। গত ১৬ এপ্রিল দায়ের করা ৩টি এবং ২২ এপ্রিল ২টি মিলিয়ে মোট পাঁচটি ধারায় (৪২০, ৪০৬, ১২০বি, ৫০৬, ৩৪) ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হলেও আজ শুধুমাত্র তারা নিউজ চ্যানেলের তরফ থেকে নাট্যকর্মী অর্পিতা ঘোষের দায়ের করা প্রতারণার অভিযোগে ধৃতদের আদালতে মামলা শুরু হয়। এটি জামিন অযোগ্য ধারায় মামলা শুরু হওয়ায় প্রথমেই অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করা হয়। তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়ে বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে ধৃতদের বিরুদ্ধে আর কোন কোন ধারায় অভিযোগ রয়েছে তা স্পষ্ট করে জানাতে হবে। ১৪ দিন পর তাদের ফের আদালতে পেশ করতেও বলা হয়।
|
ওয়েলিংটনে আমানতকারীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ |
সুরাহা সানমার্গ নামে এক ভুঁইফোঁড় আর্থিক সংস্থার বেশ কিছু আমানতকারী আজ শিয়ালদহ থেকে মিছিল বার করে। তাঁদের অভিযোগ, সংস্থার কর্ণধার দীলিপকুমার নাথ বেশ কয়েক কোটি টাকা আত্মসাত করেছেন। ফলে অবিলম্বে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার দাবি জানাচ্ছিলেন তাঁরা। শান্তিপূর্ণ ভাবে আসা মিছিলটি ওয়েলিংটন পৌঁছলে তাতে বাধা দেয় পুলিশ। এমনকী সামনের সারিতে থাকা মহিলাদের উপরও নির্বিচারে লাঠি চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। ১৮ জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়।
|
প্রয়াত তৃণমূল সাংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায় |
আজ ভোরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হাওড়া লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত তৃণমূল সাংসদ অম্বিকা প্রসাদ বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। ১৯৮২ থেকে ১৯৯৬ সালের লোকসভা ভোটে টানা এই কেন্দ্র থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি এই কেন্দ্রের সাংসদ হন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাজনৈতিক মহল।
|
আসানসোলে বিচারাধীন বন্দির আত্মহত্যার চেষ্টা |
আসানসোলে সুকান্ত সরকার নামে এক বিচারাধীন বন্দি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংশোধনাগারের সেলের মধ্যে কি ভাবে তিনি দেশলাই পেলেন তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। |