আজকের শিরোনাম
প্রয়াত শামসাদ বেগম
মারা গেলেন কিংবদন্তী গায়িকা শামশাদ বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। শারীরিক অসুস্থতার কারণে গত কয়েকমাস ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গতকাল রাতে তাঁর মৃত্যু হয়। হিন্দি চলচ্চিত্র জগতের এই স্বনামধন্য গায়িকা গেয়েছেন ‘মেরে পিয়া গ্যায়ে রেঙ্গুন’, ‘কাভি আর কাভি পার’, ‘কাজরা মহব্বতওয়ালা’, ‘কঁহি পে নিগাহে কঁহি পে নিশানা’-এর মত বহু জনপ্রিয় গান। ১৯১৯, ১৪ এপ্রিল অমৃতসরে তিনি জন্মগ্রহণ করেন। লাহোরে ‘পেশোয়ার রেডিও’-তে তিনি প্রথম গান গেয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড।

ঢাকায় ভাঙল বহুতল
আজ সকালে ঢাকার কাছে সাভারে একটি ন-তলা বাণিজ্যিক ভবন ভেঙে পড়ে। গতকাল রাতেই বহুতলটিতে ফাটল দেখা গিয়েছিল। আজ সকালে সেটি হুড়মুড় করে ভেঙে পড়ে। বহুতলটিতে দোকান, ব্যাঙ্ক-সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল। প্রতিদিনই প্রায় কয়েকশো মানুষ যাতায়াত করতেন এই ভবনে। এই ঘটনায় অন্তত ৮২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা ৫০০-রও বেশি। ধ্বংসস্তূপের ভিতরে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালাচ্ছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। উদ্ধারকার্যে নামানো হয়েছে সেনা।

মাঝগঙ্গায় নৌকাডুবি, মৃত অন্তত ১৫
আজ সকালে নাজিরগঞ্জে মাঝগঙ্গায় নৌকা উল্টে বেশ কয়েকজনের মৃত্যু হয়। নৌকাটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। হাওড়ার নাজিরগঞ্জ থেকে রাজাবাগান ঘাটে আসছিল সেটি। ২৮ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও অনেকের খোঁজ মেলেনি। অন্তত ২২ জনের তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বহুদিন থেকেই এই রুটে বিপজ্জনকভাবে যাত্রী পারাপার চলে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.