এইচ-ওয়ানবি ভিসা নিয়ে ফের ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির দিকে অভিযোগের আঙুল তুলল আমেরিকা। মার্কিন প্রশাসনের দাবি, টিসিএস, ইনফোসিস ও উইপ্রো এই তিন সংস্থা ওই ভিসার অপব্যবহার করে ফায়দা লুটছে। যা সম্পূর্ণ অনৈতিক ও সে দেশের নাগরিকদের প্রতি চূড়ান্ত অবিচার। এমনিতেই দেশে কর্মসংস্থান বাড়ানোর জন্য ভারত-সহ নানা দেশ থেকে কর্মী এনে কম খরচে কাজ করানো (আউটসোর্সিং) রুখতে উদ্যোগী হয়েছে আমেরিকা। অভিবাসন প্রক্রিয়া সংস্কারে প্রস্তাবিত সেই নয়া বিল নিয়ে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলার সময়েই সেনেট সদস্য রিচার্ড ডারবিন টিসিএস, ইনফোসিস ও উইপ্রোর বিরুদ্ধে তোপ দাগেন। তিনি ভারতের ওই তিন তথ্যপ্রযুক্তি সংস্থাকে আউটসোর্সিং সংস্থা হিসেবে উল্লেখ করেন।
|
নায়গ্রা নদীর ২২৫ ফুট উপরে হোয়ার্লপুল র্যাপিডস ব্রিজের মাঝামাঝি ট্রেনটি পৌঁছনোর সঙ্গে সঙ্গেই হবে বিস্ফোরণ। ১১৫ বছরের পুরনো এই সেতুটির দূরত্ব নায়গ্রা জলপ্রপাত থেকে মাত্র কয়েক মাইল। টরন্টো থেকে নিউ ইয়র্কগামী ট্রেনের উপর এ ভাবেই হামলা চালানোর ছক কষেছিল আল কায়দা। কানাডা পুলিশ ও এফবিআইয়ের দাবি, আটঘাট বেঁধেই কাজে নেমেছিল আল কায়দা। তবে বস্টন হামলার সঙ্গে এর কোনও যোগ নেই বলেও জানিয়েছে পুলিশ। মনট্রিল এবং টরন্টো থেকে গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। তাদের নাম চিহেব এসেঘায়ার এবং রায়েড জেসার। জানা গিয়েছে, আগাম খবরের ভিত্তিতে গত এক বছর ধরে এদের উপর নজর রাখছিল কানাডা পুলিশ এবং এফবিআই। তারা জানিয়েছে, কী ভাবে কোন কাজ করতে হবে তার সমস্ত নির্দেশ এই দু’জন পেত আল কায়দার ইরান শাখার কাছ থেকে। ইরানের দাবি, তাদের সঙ্গে আল কায়দাকে জড়ানো অনুচিত।
|
লন্ডনের রাজপরিবারের মধ্যে থেকেই এ বার লিঙ্গবৈষম্য দূর করতে পাশ হল আইন। এত দিন লন্ডনের রাজপরিবারের নিয়ম ছিল, বংশের প্রথম পুত্রসন্তানই রাজা হবে। সে ক্ষেত্রে তার কোনও দিদি থাকলেও তাকে টপকে সেই ছেলেই হবে রাজা। এ ছাড়া রাজপরিবারের কেউ রোমান ক্যাথলিকের সঙ্গে বিয়ে করার অনুমতি ছিল না। কিন্তু এই নিয়ে বিতর্ক শুরু হওয়ায় এই নতুন আইন পাশ হল। এর ফলে উইলিয়াম ও কেটের যে সন্তান আসতে চলেছে সে মেয়ে হলে সেই হবে ভবিষ্যৎ রাজসিংহাসনে উত্তরাধিকারী।
|
মঙ্গলবার বিকেলে মুশারফের খামারবাড়ির গেট থেকে মাত্র ১৫০ মিটার দূরে ৫০ কেজি বিস্ফোরক-সহ একটি গাড়ি উদ্ধার হয়। সেটিকে বোমা হিসেবে ব্যবহার করার জন্যেই ওখানে রাখা হয়েছিল বলে মনে করছে পুলিশ। এই খামারবাড়িতেই গৃহবন্দি। এই ঘটনায় জড়িত কেউ গ্রেফতার হয়নি। আদালতে তাঁর আইনজীবী বিচারপতিকে অনুরোধ করেন যাতে মুশারফের উপর থেকে পলাতকের তকমা তুলে নিয়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি চালু করার অনুমতি দেওয়া হয়। কিন্তু আদালত জানিয়েছে, এখনই নিষেধাজ্ঞাগুলি তুলে নেওয়া সম্ভব নয়।
|
উত্তর কোরিয়ার তরফে গত ফেব্রুয়ারিতে যে পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়েছিল তার জেরে বাতাসে কিছু পরিমাণ তেজস্ক্রিয় কণা মিশেছে বলে দাবি করল জাপান। তবে এই তেজস্ক্রিয় কণার ধর্ম কি তা এখনও তারা জানতে পারনি। পরমাণু বোমাটিতে ইউরেনিয়াম ছিল না প্লুটোনিয়াম ছিল তাও নির্ণয় করা যায়নি।
|
সুরক্ষার খাতিরেই যাত্রিবাহী বিমানে যাত্রীদের ছোট ছুরি রাখার অনুমতি দিতে চলেছিল মার্কিন প্রশাসন। আগামী ২৫ এপ্রিল কার্যকর হতে চলেছিল এই সংক্রান্ত আইন। পিছিয়ে গেল আইন প্রণয়ন। তবে শেষমেশ তা আর হল না। পিছিয়ে গেল
আইন প্রণয়ন।
|
বাবাকে খুঁজতে
সংবাদসংস্থা • দুবাই |
মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৭৮ বছরের সৈয়দ নিসার আহমেদ। বিকেলে অবশ্য পুলিশ খুঁজে পেল তাঁকে। নিসার আহমেদের মেয়ে সঈদা নূর আমিনা বলেন, মঙ্গলবার সকালেই বেঙ্গালুরু থেকে তাঁর বাবা এবং মা শারজায় এসে তাঁর বাড়িতে ওঠেন। সকালে খেয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। তাই চিন্তিত হয়ে পুলিশের দ্বারস্থ হন তাঁরা।
|
সংঘর্ষে হত ২৭
সংবাদসংস্থা • কিরকুক |
ইরাকের সেনাবাহিনীর সঙ্গে গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত্যু হল ২৭ জনের। গুরুতর জখম আরও ৭০। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম কিরকুকের হাবিজা এলাকায়। বিক্ষোভকারীদের অবরোধ ছত্রভঙ্গ করতেই শূন্যে গুলি ছোড়ে সেনাবাহিনী। এর পরই বেধে যায় খণ্ডযুদ্ধ। |