জয়েন্টের প্রশ্নপত্র দেরিতে, বিপাকে পলতার পরীক্ষার্থীরা |
উত্তর ২৪ পরগনার পলতায় পরীক্ষাকেন্দ্রে জয়েন্ট এন্ট্রান্স-এর প্রশ্নপত্র দেরিতে এসে পৌঁছনোয় আজ বিপাকে পড়েন পরীক্ষার্থীরা। পলতার শান্তিপুর বয়েজ হাইস্কুলে নির্ধারিত সময়ের প্রায় আধ ঘণ্টা দেরিতে এসে পৌঁছয় ৮৩টি প্রশ্নপত্র। এই অভিযোগ স্বীকার করে নিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষাকেন্দ্রে মোট ৩৮০ জনের সিট পড়েছে। এই ঘটনায় ওই ৮৩ জনের পরীক্ষা এক ঘণ্টা দেরিতে শুরু হয়। প্রশ্নপত্র বিভ্রাটে জয়েন্টের পরীক্ষা দেরিতে শুরু হওয়ার ঘটনা গত কয়েক দশকে ঘটেনি। ফলে নজিরবিহীন এই ঘটনায় ওই ৮৩ জন পরীক্ষার্থীকে অতিরিক্ত সময় দেওয়া হবে কিনা সে বিষয়ে মুখ খুলতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। |
আত্মঘাতী সারদা গোষ্ঠীতে লগ্নিকারী |
আত্মঘাতী হলেন ভুঁইফোঁড় আর্থিক সংস্থা সারদা গোষ্ঠীতে লগ্নিকারী এক মহিলা। বারুইপুরের কেমিক্যালমাঠ এলাকার বাসিন্দা ঊর্মিলা প্রামাণিক নামের ওই আমানতকারী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। পেশায় ভ্যানচালক ঊর্মিলাদেবীর ছেলে ভোলা জানিয়েছেন, সারদা গোষ্ঠীতে তিন দফায় ৩০ হাজার টাকা লগ্নি করেছিলেন তাঁর মা। বছর পঞ্চাশের ঊর্মিলাদেবী পরিচারিকার কাজ করতেন। স্থানীয় এজেন্ট অমিতকুমার দে-র মাধ্যমে তিনি তাঁর সারাজীবনের সঞ্চয় সারদা গোষ্ঠীতে লগ্নি করেন। তাঁর ছেলে জানিয়েছেন, সারদা গোষ্ঠীতে লগ্নি করা টাকা হারানোর শোকেই আত্মহত্যা করেছেন ঊর্মিলাদেবী।
অপর দিকে, ডায়মন্ড হারবারে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন সারদা গোষ্ঠীর এক এজেন্ট। স্থানীয় কালীনগরের বাসিন্দা লক্ষ্মণ ঘোড়ই নামের ওই এজেন্ট সারদা গোষ্ঠীতে বিনিয়োগের জন্য বহু লগ্নিকারীর থেকে বেশ কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন। লগ্নিকারীদের বিক্ষোভের মুখে পড়ার ভয়েই তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে মনে করা হচ্ছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবারের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। |
বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় মৃত ৭ ছৌশিল্পী, আহত ৩৫ |
বাঁকুড়ার বড়জোড়া থানার কাছে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন। জখম হয়েছেন ৩৫ জন। ছৌনৃত্যশিল্পী বোঝাই একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও গাছে ধাক্কা মারে। ওই শিল্পীরা সকলেই পুরুলিয়ার লটকোদা গ্রামের বাসিন্দা। দুর্গাপুরের বিহারপুরে একটি অনুষ্ঠান করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। |