|
১৫ এপ্রিল, ২০১৩। বস্টনের নির্মমতা। ছবি: এপি |
|
মিউনিখ অলিম্পিক, ৫ সেপ্টেম্বর ১৯৭২ |
অলিম্পিক ভিলেজে ‘ব্ল্যাক সেপ্টেম্বর’ জঙ্গি বাহিনীর আট আতঙ্কবাদী ঢুকে ইজরায়েলি অ্যাথলিটদের পণবন্দি করে রাখে। জার্মান কম্যান্ডোদের সঙ্গে জঙ্গিদের লড়াইয়ে ১৭ জনের মৃত্যু ঘটে। যার মধ্যে ১১ জনই ইজরায়েল অলিম্পিক দলের সদস্য। ছয় কোচ, পাঁচ অ্যাথলিট।
|
|
|
আটলান্টা অলিম্পিক, ২৭ জুলাই ১৯৯৬ |
|
এরিক রুডলফ নামক মার্কিন বোমা বিশেষজ্ঞ তথা প্রাক্তন সেনা সেন্টেনিয়াল পার্কে কনসার্ট চলার সময় বিস্ফোরণ ঘটান। দু’জন মারা যান এবং শতাধিক আহত হন। আততায়ী রুডলফ যাবজ্জীবন কারাবাসে দণ্ডিত।
|
|
চ্যাম্পিয়ন্স লিগ, ১ মে ২০০২ |
রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা সেমিফাইনালের কয়েক ঘণ্টা আগে বের্নাবৌ স্টেডিয়াম থেকে ঢিল ছোড়া দূরত্বে গাড়ি-বোমা ফাটে। স্প্যানিশ জঙ্গি গোষ্ঠী ইটিএ-র সঙ্গে সম্পর্ক যুক্ত বাতাসুনা গ্রুপের ১১ জনকে গ্রেফতার করা হয়। চিরুণি তল্লাসির পর ম্যাচ হয়।
|
|
|
শ্রীলঙ্কা-পাক টেস্ট, ৩ মার্চ ২০০৯ |
|
লাহৌরে গদ্দাফি স্টেডিয়ামে খেলতে যাওয়ার পথে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিমবাস লক্ষ্য করে জঙ্গিদের রকেট, গ্রেনেড আর ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে। ছয় পুলিশ আর দু’জন সাধারণ নাগরিকের মৃত্যুর পাশাপাশি শ্রীলঙ্কা টিমের ছয় ক্রিকেটার গুরুতর আহত হন। সন্দেহের তির আল কায়দা-র ঘনিষ্ঠ আতঙ্কবাদী গ্রুপের দিকে।
|
|
আফ্রিকান নেশনস কাপ, ৮ জানুয়ারি, ২০১০ |
টোগো টিমের বাস কঙ্গো সীমানা পেরিয়ে অ্যাঙ্গোলায় ঢোকামাত্র এফএলইসি গোষ্ঠীর শিকার হয়। জঙ্গি হানায় টোগোর সহকারী কোচ, ভাষ্যকার-সহ তিন জন মারা যান। |
|
|
|
বস্টন ম্যারাথনে বোমা বিস্ফোরণ নিয়ে উত্তাল সারা বিশ্ব। সোমবার এই বিস্ফোরণে মৃত তিন, আহত শতাধিক। বিশ্বের অন্যতম প্রাচীন ম্যারাথনে এই হামলার নিন্দায় সরব তারকা ক্রীড়াবিদরা টুইটারে জানালেন প্রতিক্রিয়া।
• রাফায়েল নাদাল: বস্টন হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি। এ রকম ঘটনা আর না ঘটুক।
• আলেসান্দ্রো দেল পিয়েরো: বস্টন থেকে ইরাক পর্যন্ত দিনটা আতঙ্কের কাটল। আমি সেই বিশ্বকে জড়িয়ে ধরছি যারা হিংসা আর এ রকম আতঙ্কের বিরুদ্ধে।
• ক্রিস এভার্ট: গত কাল ছিল উত্তেজনা আর আজ ট্র্যাজিক। ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছি।
• ব্রেট লি: মারাত্মক খবর পেলাম। বস্টন বম্বিং। খুব দুঃখের।
• স্যামুয়েল এটো: এত ঘৃণা আর হিংসা কেন? বম্বিংয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও বন্ধুদের জন্য প্রার্থনা।
• সানিয়া মির্জা: সারা দুনিয়ায় হচ্ছেটা কী? এমন একটা বিশ্বে আমরা বাস করি যেখানে প্রাণের ঝুঁকি না নিয়ে দৌড়তেও যেতে পারবে না কেউ, যাচ্ছেতাই।
• ডার্ক ন্যানেস: ইরান আর বস্টন থেকে মারাত্মক খবর পেলাম। ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছি।
• ফ্রাসোঁয়া দু প্লেসিস: বস্টনে যা হয়েছে ভাবা যায় না। এই ঘটনায় ক্ষতিগ্রস্তের তালিকায় থাকা প্রত্যেকের জন্য প্রার্থনা করছি।
• প্রকাশ অমৃতরাজ: সারিয়ে তুলুন এই বিশ্বকে। প্রার্থনা, ভালবাসা বস্টনের সবাইকে। |