৯/১১-র ১২ বছর পরে আবার নাশকতামূলক হামলায় কেঁপে উঠল আমেরিকা। বস্টন ম্যারাথনের ‘ফিনিশ লাইনে’ দু’টি বোমা বিস্ফোরণে নিহত হলেন ৩ জন। এর মধ্যে একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন মোট ১৪১ জন। আহতদের মধ্যে ৪২ জনের অবস্থা আশঙ্কাজনক। ফিনিশ লাইনে দু’টি এবং সেখান থেকে একটু দূরে জেএফকে লাইব্রেরিতে একটি, মোট তিনটি বিস্ফোরণে দেহের কোনও না কোনও অঙ্গ হারিয়েছেন মোট ১০ জন। ওই এলাকা থেকে আরও দু’টি বোমা উদ্ধার হয়েছে। বোমা দু’টিকে নিষ্কৃয় করা হয়েছে। |
এই ঘটনার জেরে আমেরিকার বিভিন্ন বড় শহরে কড়া নিরাপত্তা ও সতর্কতা জারি করা হয়েছে। বিস্ফোরণের পর কিছু ক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় বস্টন বিমানবন্দর। পরবর্তীকালে কড়া নিরাপত্তায় আবার তা চালু করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে এক সৌদি নাগরিককে আটক করেছে তদন্তকারী দল। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনই এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। এই ঘটনার তীব্র নিন্দা করেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ আরও অনেকে।
|
প্রেসিডেন্সি কাণ্ড: তদন্তে মানবাধিকার কমিশন |
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এ বার প্রশাসনের উপরে চাপ তৈরি করল রাজ্য সরকারের মেন্টর গ্রুপ। প্রেসিডেন্সির ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে। ওই পাঁচ জনই ছাত্র এবং তারা তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত।
এবার ঘটনার তদন্তে নামল মানবাধিকার কমিশন। আজ মানবাধিকার কমিশনের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে এক তদন্তকারী দল প্রেসিডেন্সি পরিদর্শনে যান। বিশ্ববিদ্যালয়ের আক্রান্ত স্থানগুলি তাঁরা ঘুরে দেখেন। তদন্তের স্বার্থে ওই স্থানগুলির ছবিও তোলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকার এবং রেজিস্ট্রার প্রবীর দাশগুপ্তের সঙ্গেও কথা বলেন। ১৫ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট দেবে অমল মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন মানবাধিকার কমিশনের তদন্তকারী দল।
|
জুয়ার প্রতিবাদ, যুবক খুন সাঁকরাইলে |
জুয়ার প্রতিবাদ করায় এলাকার জুয়াড়িদের হাতে খুন হতে হল এক যুবককে। মৃতের নাম শুভ ঢাক। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলে। আজ সকালে যুবকের গলাকাটা দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে দেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দীর্ঘদিন ধরে এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে পুলিশি নিষ্কৃয়তার অভিযোগে দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। জোর করে দেহ উদ্ধার করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় তাঁদের। পুলিশের গাড়িও ভাঙচুর করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে এলাকায় নামানো হয়েছে র্যাফ। |