মশলা মেলা |
কোনও হাটের ছবি নয়। প্রতিবছর বাংলা নববর্ষের প্রথম দিন উত্তর ২৪ পরগনার গোবরডাঙার জমিদারবাড়ির মাঠে বসে এই মশলা মেলা। ১৯১ বছরের এই মেলায় জেলার নানা প্রান্ত থেকে হরেক কিসিমের মশলা নিয়ে হাজির হন কৃষকেরা। ইংরেজ আমলে এই মেলা থেকে মশলা কিনে তা দেশ-বিদেশে রফতানি করত ইংরেজরা। সেই থকে চলে আসছে মেলা। ছবি: শান্তনু হালদার। |