বিষাক্ত গ্যাসের কারণেই মৃত্যু হয়েছে লন্ডনের ভারতীয় বংশোদ্ভূত মহিলা এবং তাঁর দুই শিশুকন্যার। প্রাথমিক তদন্তের পরে এমনই অনুমান স্কটল্যান্ড ইয়ার্ডের। তবে তদন্তকারীরা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। শুক্রবার সন্ধ্যায় পশ্চিম লন্ডনে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় ৩৪ বছরের হিনা সোলাঙ্কি এবং তাঁর দুই মেয়ে জেসমিন (৯) এবং প্রিশের (৪) দেহ। তবে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, হিনা নিজেই তাঁর দুই মেয়েকে বিষ দিয়ে খুন করে আত্মহত্যা করেছেন। কিন্তু কেন হিনা এমন কাণ্ড ঘটালেন, তা জানা যায়নি। |
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন উগো চাভেজের অনুসারী নিকোলাস মাদুরো। সোমবার জাতীয় নির্বাচনী কাউন্সিলের পক্ষ থেকে এ কথা ঘোষণা করা হয়েছে। জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও প্রতিদ্বন্দ্বী ক্যাপ্রিলস পুনরায় ভোটগণনার দাবি জানিয়েছেন। নিকোলাসকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের উপর চাপ তৈরি করা হয়েছে বলে তাঁর দাবি। |
সঙ্গী ব্র্যাড পিট ভারতীয় খাবারের ভক্ত। তাই তাঁর পছন্দের মাংসের তিন রকম ভারতীয় পদ আমেরিকা নিয়ে গেলেন অ্যাঞ্জেলিনা। জি ৮ শীর্ষ বৈঠকে লন্ডনে এসেছিলেন অ্যাঞ্জেলিনা। তখনই তাঁর বড় ছেলে ম্যাডক্স এবং দেহরক্ষী রে ব্র্যাডের প্রিয় দোকান থেকে ওই খাবার কিনে নেন। ব্র্যাডকে অবাক করে দেওয়ার জন্যই জোলির এই পরিকল্পনা বলে জানা গিয়েছে। |