প্রতিবাদের বার্তা |
দেশ জুড়ে নারী নির্যাতনের ছবি ফুটে উঠেছে নববর্ষের কার্ডে, শাড়ির আঁচলে বা পাঞ্জাবির বুকে। উদ্যোক্তা সংস্থার নাম ‘অমৃতা’। শিলিগুড়ির হায়দরপাড়ার ওই সংস্থাটি মহিলাদের স্বনির্ভর হওয়ার ব্যাপারে দীর্ঘদিন ধরেই নানা ভাবে সাহায্য করার চেষ্টা করছে। সংস্থার কর্ণধার কণিকা ঘোষ বলেন, “নারীরা হেনস্থার শিকার হচ্ছে। আমার ছোট্ট প্রয়াস যদি সামান্য জনমতও গড়ে তুলতে পারে, তা হলে সেটাই আমার কাছে বড় প্রাপ্তি হবে।” —নিজস্ব চিত্র। |