শিল্পপতি আর পি গোয়েন্কা প্রয়াত |
|
ছবি: পবিত্র দাস |
আজ সকাল ৬টায় নিজের বাসভবনে প্রয়াত হলেন বিশিষ্ট শিল্পপতি রমাপ্রসাদ গোয়েন্কা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ সকাল সাড়ে দশটায় তাঁর বাসভবন থেকে মরদেহ কেওড়াতলার উদ্দেশে রওনা হয়। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে শিল্পজগতে শোকের ছায়া নেমে এসেছে। দক্ষিণ কলকাতায় নিউ আলিপুরে তাঁর বাসভবন ‘গোয়েন্কা নিবাস’-এ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেছেন বিশিষ্ট শিল্পপতি, আত্মীয়-পরিজন, রাজ্যের শিল্পমন্ত্রী ও পুরমন্ত্রী-সহ বহু মানুষ। স্ত্রী সুশীলা এবং দুই পুত্র শিল্পপতি সঞ্জীব ও হর্ষবর্ধনকে রেখে গিয়েছেন তিনি।
আর পি গোয়েন্কার মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘‘শিল্পজগতের একজন সত্যিকারের নায়ককে হারালাম’’—মন্তব্য করেন মুখ্যমন্ত্রী়। শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘তাঁর কাছ থেকে অনেক পরামর্শ পেয়েছি। তাঁর মৃত্যুতে বাংলা ও দেশের বড় ক্ষতি হয়ে গেল।’’ সিআইআই-এর প্রেসিডেন্ট আর কে অগ্রবালও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। |
২০১০-এ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স-এর লাইফটাইম অ্যাচিভমেন্ট
অ্যাওয়ার্ড
প্রদান অনুষ্ঠানে আর পি গোয়েন্কা। ছবি: দেবাশিষ রায়। |
হেয়ার স্কুল ও প্রেসিডেন্সির ছাত্র রমাপ্রসাদ গোয়েন্কা উচ্চতর শিক্ষা গ্রহণ করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। ১৯৭৯ সালে তিনি আরপিজি এন্টারপ্রাইজেস স্থাপনা করেন। এছাড়াও আগরপাড়া জুট মিল ও এশিয়ান ক্লাবের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। আরপিজি গোষ্ঠীর কর্ণধার হিসেবে তাঁর কৃতিত্ব অতুলনীয়। এই গোষ্ঠীর মধ্যেই রয়েছে সিইএসসি, সিয়াট টায়ার্স, স্পেন্সার্স ও সারেগামা-র মতো সংস্থাগুলি। বহু ব্রিটিশ সংস্থাকে অধিগ্রহণ করায় তাঁকে একসময় ‘টেকওভার কিং’ বলা হত। ফিকি-র প্রাক্তন প্রেসিডেন্ট আর পি গোয়েন্কা ছিলেন আইআইটি খড়গপুরের বোর্ড অফ গভর্নর-এর প্রাক্তন চেয়ারম্যান। রাজ্যসভার সাংসদ হিসেবেও অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলেছেন তিনি।
|
হুগলির রবীন্দ্রনগরে সংঘর্ষে গুলিবিদ্ধ ১ |
হুগলির রবীন্দ্রনগর এলাকায় দুই দুষ্কৃতী দলের মধ্যে আজ গুলির লড়াই শুরু হয়। এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন এক জন। ঘটনার তদন্তে রবীন্দ্রনগরে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। যদিও সংঘর্ষের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার প্রভাবে সাময়িক ভাবে বন্ধ রয়েছে রবীন্দ্রনগর বাজার। এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে। |