আয় কমেছে বারাক ওবামার। এমনটাই বলছে আয়কর বিভাগের তথ্য। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ওবামার বার্ষিক বেতন ৪ লক্ষ মার্কিন ডলার। তবে এ ছাড়াও তিনি মোটা টাকা পেতেন ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ এবং ‘দ্য অডাসিটি অফ হোপ’ নামের দু’টি বেস্ট সেলার বইয়ের লেখক হিসেবে। তবে ওই বই দু’টির বিক্রি কমেছে অনেকটাই। আর সে কারণেই ধাক্কা খেয়েছে বারাক ওবামার রোজগার। ২০০৯ সালে ওবামার বার্ষিক আয় ছিল ৫৫ লক্ষ ডলার। তার মধ্যে ২ লক্ষ ৭৩ হাজার ডলারই পেয়েছিলেন ওই বই দু’টির বিক্রি এবং সত্ত্বাধিকার থেকে। আয়কর বিভাগের দেওয়া হিসেব অনুযায়ী, ২০১২ সালে ওবামা দম্পতি কর দিয়েছিলেন মোট ১ লক্ষ ১২ হাজার মার্কিন ডলার। এটি তাঁদের মোট আয়ের ১৮.৪ শতাংশ। সেই হিসেব অনুযায়ী তাঁদের আয় ছিল ৬.৮ লক্ষ ডলার।
|
কানেক্টিকাট হত্যাকাণ্ডের পর কেটে গিয়েছে চার মাস। তবুও মিটছে না ক্ষতের দাগ। মায়েরা ভুলতে পারছেন না সন্তান হারানোর শোক। দেশের অস্ত্র আইনি কঠোর করার দাবিতে তাই ফের আওয়াজ তুলছেন তাঁরা। শনিবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে এমনই এক সন্তানহারা মা জানালেন, কানেক্টিকাট হত্যাকাণ্ডের পরও বন্দুকবাজের হামলায় একই ভাবে প্রাণ হারিয়েছেন প্রায় হাজারো মার্কিন। দেশের অস্ত্র আইন কঠোর করার দাবিতে তাই তিনি চান যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ করুক ওবামা প্রশাসন।
|
ওরা টের পায় ভূমিকম্পের এক দিন আগেই। জার্মানির ডুইসর্বাগ-এসেন বিশ্ববিদ্যালয়ের গ্যাব্রিয়েল বারবেরিকের সাম্প্রতিক গবেষণা বলছে লাল পিঁপড়েরাই পারে এক দিন আগে ভূমিকম্পের জানান দিতে। ভূ-গর্ভের গ্যাস নিঃসরণ অথবা ভূ-চৌম্বকত্বের সামান্য পরিবর্তন ঘটলে লাল পিঁপড়েরা বুঝতে পারে সবার আগে। বারবেরিক প্রায় ১৫ হাজার পিঁপড়ের ওপর এই সমীক্ষা চালিয়ে তিনি দেখেছেন ভূমিকম্পের এক দিন পরই তারা আবার স্বাভাবিক জীবন ধারায় ফিরে আসে।
|
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের কোবে শহর। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ঘটনায় ২৩ জন গুরুতর ভাবে আহত হয়েছেন। অনেক বাড়ির ছাদও ভেঙে পড়েছে। দেওয়ালে ফাটল দেখা গিয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল কোবে থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে আওজি দ্বীপে।
|
বেনজির ভুট্টো হত্যাকাণ্ড মামলার শুনানিতে আদালতে হাজির থাকলেন না প্রাক্তন পাক-প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। পরবর্তী শুনানির দিন ২৩ এপ্রিল। এর আগেও আদালতে উপস্থিত থাকার জন্য দু’বার সমন পাঠানো হয়েছিল মুশারফকে। কিন্তু কোনও বারই তিনি আসেননি। |