মিশে গেল দুই বামদল
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
ব্যক্তি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির পথ ছেড়ে দু’টি বামপন্থী সংগঠন সিপিআই (এমএল) ও সিপিআই (এমএল) জনশক্তি এক হওয়ার সিদ্ধান্ত নিল। জল-জঙ্গল-জমির অধিকার প্রাপ্যদের ফিরিয়ে দেওয়া, বঞ্চিত-শোষিত কৃষক ও শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষা করা-সহ একাধিক বিষয়ে ঐক্যমত পোষণ করে ওই দুই রাজনৈতিক সংগঠন সিপিআই (এমএল) নামে প্রকাশ্যে এলো। শুক্রবার বোলপুরে এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও পলিটিব্যুরো সদস্য সুবোধ মিত্র। সিপিআই (এমএল)-এর কেন্দ্রীয় কমিটি ও পলিটিব্যুরো সূত্রে খবর, গত দু’ বছর ধরে ওই দুই সংগঠনের মধ্যে একাধিক বার বৈঠক হয়েছে। বেশ কিছু বিষয়ে মতানৈক্য থাকার পরে গত জানুয়ারি মাসে ওড়িশার পুরিতে দু’টি সংগঠন এক হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের ১২টি রাজ্য থেকে সংগঠন দু’টির প্রতিনিধিদের নিয়ে গত দু’দিন ধরে বোলপুরের রূপপুরে আলোচনা করে এ দিন ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়। এ দিন সাংবাদিক বৈঠকে সিপিআই (এমএল) সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও পলিটি ব্যুরো সদস্য সুবোধ মিত্র বলেন, “দু’টি সংগঠন এক হওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছেন ভীশ্বম। জমিনীতি, জল-জঙ্গল-জমি থেকে প্রাপ্যদের উচ্ছেদ, সেচ, বিশ্বায়ন-সহ একাধিক বিষয় নিয়ে সংগঠনের প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে।” তাঁর সংযোজন, “সাম্প্রতিক কালে দেশের যা পরিস্থিতি তা মোকাবিলার জন্য সশস্ত্র আন্দোলন প্রয়োজন হয়ে পড়েছে। তবে তা ব্যক্তি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির পথে নয়।” সংগঠন নয়াদিল্লি এবং রাজ্যে ঘটা ঘটনাগুলি তীব্র নিন্দা করেছে।
|
পথ দুর্ঘটনায় মৃত তিন জন
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
লরির ধাক্কায় মৃত্যু হল এক কিশোর-সহ দু’জনের। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, নলহাটি থানার কলিঠা গ্রামের কাছে। মৃতেরা হলেন কলিঠা গ্রামের আকবর আলি (৪৪), গোপালপুরের আব্দুর শেখ (১৬)। এই দুর্ঘটনায় গোপালপুর গ্রামের দুই যুবক আহত হয়েছেন। শুক্রবার রাতে খয়রাশোলের পাঁচড়ায় ট্রাক্টর উল্টে মৃত্যু হল আকাল বাগদি নামে এক যুবকের। এক জন জখম।
|
ব্যাহত ট্রেন চলাচল
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
কয়লা বোঝাই একটি মালগাড়ির বগির যন্ত্রাংশ ভেঙে শুক্রবার দুপুরে বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে এক ঘণ্টারও বেশি ট্রেন চলাচল ব্যাহত হয়। গদাধরপুর ও মল্লারপুর স্টেশনের মাঝে আপ লাইনে ঘটনাটি ঘটেছে। রামপুরহাট স্টেশন ম্যানেজার অলোক কুমার বলেন, “ডাউন মা তারা এক্সপ্রেস, বর্ধমান-রামপুরহাট প্যাসেঞ্জার, আপ জয়নগর প্যাসেঞ্জার প্রভৃতি ট্রেনগুলি চলাচলে বিঘ্ন ঘটে।
|
পয়লা বৈশাখে হবে সর্বজনীন গণেশ পুজো। সেই উপলক্ষে দুবরাজপুরের হালসোত গ্রামে তৈরি হচ্ছে বিশাল গণেশ মূর্তি। উদ্যোক্তারা জানান, হালসোত ও দৌলতপুর গ্রামের বাসিন্দারা, যাঁদের অনেকেই ব্যবসার কাজে যুক্ত, হালখাতা করার সময়ে দোকানে দোকানে গণেশপুজো হতোই। সেটাই বছর পাঁচেক ধরে সর্বজনীন পুজোর রূপ নিয়েছে। |