নয়াদিল্লিতে অর্থমন্ত্রী অমিত মিত্রকে হেনস্থা করার প্রতিবাদে আজ ধিক্কার মিছিল করছে তৃণমূল নেতৃত্ব। দুপুর পৌনে তিনটে নাগাদ মৌলালি মিছিল শুরু হয়। মেয়ো রোড পর্যন্ত এই মিছিল চলবে বলে খবর। পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায়, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস-সহ তৃণমূলের বিভিন্ন শীর্ষস্থানীয় মন্ত্রীরা এই মিছিলে যোগদান করেছেন।
|
ফের খুন লিলুলায়। ১৫ দিনে এই নিয়ে ৪টি খুনের ঘটনা ঘটেছে বলে খবর। আজ সকাল থেকেই এক যুবকের মৃতদেহকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে লিলুয়ার দাগাবাগানে। মৃত ব্যক্তির নাম বিক্রম। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই শ্বাসরোধ করে বিক্রমকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। টুম্পা নামে এক মহিলার সঙ্গে বিক্রমের প্রায় ২ বছর সম্পর্ক ছিল বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ঘটনায় চণ্ডীদাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে আজ আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।
|
নদিয়ার বহিরগাছিতে তাণ্ডব |
দিল্লিকাণ্ডের জেরে জেলায় জেলায় অশান্তির আগুন এখনও অব্যাহত। গতকাল নদিয়ার বহিরগাছিতে রাতভর তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। ক্লাব, বাড়ি ভাঙচুর করা হয় বলে জানান এলাকার বাসিন্দারা। হামলায় আহত হন অন্তত ১০ জন। রানাঘাট হাসপাতালে চিকিত্সাধীন ৩ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার জন্য তৃণমূলকেই দায়ী করেছে স্থানীয় সিমিএম সমর্থকেরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|