টুকরো খবর
জেলহাজতে ধৃত নেতারা
বাড়িতে বোমা মজুতের অভিযোগে ধৃত তিন সিপিএম ও ডিওয়াইএফ নেতার জেলা হাজত হল। তালড্যাংরার বিবরদা গ্রাম থেকে তাঁদের বৃহস্পতিবার সকালে পুলিশ গ্রেফতার করেছিল। ধৃতেরা হলেন সিপিএমের বিবরদা লোকাল কমিটির সম্পাদক হারাধন ঘোষ, ওই লোকাল কমিটির সদস্য নেপাল দুলে ও ডিওয়াইএফের বিবরদা লোকাল কমিটির সম্পাদক সমর দত্ত। শুক্রবার তাঁদের খাতড়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেলা হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশের দাবি, নেপালবাবুর বাড়ির উঠোনে খড়ের পালুইয়ের নীচ থেকে এবং সমরবাবুর বাড়ির খাটের নীচ থেকে কিছু বোমা পাওয়া গিয়েছিল। যদিও অভিযোগ অস্বীকার করে পুরোটাই তৃণমূলের সাজানো বলে দাবি করেছে সিপিএম।

বেহাল নিকাশি
আবর্জনায় নিকাশি নালার মুখ বন্ধ থাকায় মূল রাস্তার উপরেই বয়ে যাচ্ছে নোংরা জল। আর তা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন মানবাজারের বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। স্থানীয় বাসিন্দা নন্দলাল দাস, উত্তম দত্তরা বলেন, “মূলত বাসযাত্রী ও পোদ্দারপাড়ার বাসিন্দাদের ওই নোংরার উপর দিয়ে চলাফেরা করতে হয়। নিকাশি নালা সংস্কারের জন্য স্থানীয় প্রধান ও বিডিওকে জানিয়েছিলাম। সুরাহা হয়নি।” মানবাজারের বিডিও সায়ক দেব বলেন, “নিকাশি নালা সংস্কারের জন্য পঞ্চায়েত সমিতির আর্থিক সংস্থান নেই। এ ব্যাপারে ভাবনা চিন্তা করা হচ্ছে।”

দুর্ঘটনায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। শুক্রবার রাতে পুরুলিয়া মফস্সল থানা এলাকার মাগুড়িয়া গ্রামের কাছে, পুরুলিয়া-বোকারো ৩২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পুলিশ জানিয়েছে, লরি নিয়ে চালক ঝাড়খণ্ডের দিকে পালিয়েছে। বাসিন্দারা ওই রাস্তায় যান নিয়ন্ত্রণের দাবিতে অবরোধ শুরু করেছেন। অন্য দিকে, এ দিনই দুপুরে কাশীপুর থানার বেকো গ্রামের অদূরে এক প্রৌঢ়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মজুরির দাবি
একশো দিনের কাজে মজুরি না মেলায় শ্রমিকেরা বৃহস্পতিবার মানবাজারের বারমেশিয়া রামনগর পঞ্চায়েত অফিসে স্মারকলিপি দিলেন। স্থানীয় পোড়াডি, শুকনিবাসা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এক মাস আগে রাস্তার কাজ করা হয়েছে। কিন্তু এখনও মজুরি মেলেনি। মানবাজারের জয়েন্ট বিডিও শ্রীকুমার ভট্টাচার্য বলেন, “শ্রমিকদের অভিযোগের সত্যতা রয়েছে। ১০০ দিনের প্রকল্পে জেলায় চাহিদা অনুপাতে টাকা কম এসেছে। টাকা এলেই শ্রমিকেরা মজুরি পেয়ে যাবেন।”

যুবক গ্রেফতার
বাড়িতে ঢুকে এক বধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রঘুনাথপুর থানা এলাকার এক বধূকে ক’দিন আগে ধর্ষণ করা হয় বলে তিনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত বিকাশ বাউরিকে গ্রেফতার করা হয়। শুক্রবার রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। যদিও অভিযুক্তের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।

জেবিএমের দাবি
কুড়মি সম্প্রদায়কে আদিবাসী হিসেবে স্বীকৃতি, কুড়মালি ভাষায় পঠন-পাঠন চালু, ও চাকরিতে এই জেলার বাসিন্দাদের সংরক্ষণের ব্যবস্থা করা-সহ মোট ১৯ দফা দাবি তুলল ঝাড়খন্ড বিকাশ মোর্চা। সংগঠনের মুখপাত্র অজিত মাহাতো জানান, সম্প্রতি তাঁরা রাজ্যপালের কাছে দাবিগুলি জানিয়েছেন।

সরঞ্জাম বিলি
ক্লাবগুলিকে খেলার সরঞ্জাম ও বাসিন্দাদের রেডিও দিলেন বান্দোয়ানের কুচিয়া সিআরপি ক্যাম্পের জওয়ানেরা। ক্যাম্পের কমান্ডার মহাবীর সিংহ বলেন, “নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বাসিন্দাদের সম্পর্ক স্বাভাবিক রাখার উদ্দেশ্যেই বৃহস্পতিবার এই কর্মসূচি নেওয়া হয়েছে।”

পুরুলিয়ায় মন্ত্রী
পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক ও প্রশিক্ষক সংগঠনের পুরুলিয়া জেলা কমিটির চতুর্থ বার্ষিক সাধারণ সভা হল শুক্রবার। উপস্থিত ছিলেন রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.