শম্ভুনাথ কাওয়ের সঙ্গী গ্রেফতার |
ধাপা-কাণ্ডের মূল অভিযুক্ত শম্ভুনাথ কাওয়ের আরও এক ঘনিষ্ঠ সঙ্গী গ্রেফতার হল। অজয় দলুই নামের ওই ব্যক্তিকে আজ দক্ষিণ-পূর্ব কলকাতার প্রগতি ময়দান এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ধাপার মাঠপুকুর এলাকায় স্থানীয় তৃণমূল নেতা অধীর মাইতির খুনের অভিযোগে ইতিপূর্বেই পুলিশের জালে মূল অভিযুক্ত কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাও। গত রাতে তাঁকে জেরা করেই অজয় দলুইয়ের খোঁজ পায় পুলিশ। প্রসঙ্গত, এই খুনের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এর মধ্যে অজয় দলুইকে নিয়ে ধরা পড়ল সর্বমোট ৫ জন।
|
বিচারব্যবস্থার সংস্কারের পক্ষে প্রধানমন্ত্রী |
দেশের বিচারব্যবস্থার সংস্কারের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আজ বিজ্ঞানভবনে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ হাইকোর্টের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগদান করেন তিনি। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আলতামাস কবির-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রধান বিচারপতিরা। প্রধানমন্ত্রী বলেন, বিচারব্যবস্থার উপর ভিত্তি করে সমাজব্যবস্থা ও মানবাধিকার রক্ষার দায়িত্ব বর্তায় রাজ্যের উপর। বিভিন্ন রাজ্যে বিচারকের সংখ্যা অপর্যাপ্ত মেনে নিলেও তিনি জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির উপর জোর দেন। প্রসঙ্গত, এই মুহূর্তে দেশ জুড়ে বিভিন্ন কোর্টে ৩ কোটিরও বেশি মামলার নিষ্পত্তি হওয়া বাকি, যার মধ্যে ২৬ শতাংশ মামলাই পাঁচ বছরের বেশি পুরনো।
|
বোমাতঙ্কে ব্যাহত ট্রেন চলাচল |
মাওবাদীদের ডাকা স্থানীয় এলাকায় ৪৮ ঘণ্টার বনধের সঙ্গে জুড়ল বোমাতঙ্ক! এর জেরে আজ ধানবাদের কাছে রেল স্টেশনে প্রায় চার ঘণ্টার জন্য ব্যাহত হয় রেলের স্বাভাবিক পরিষেবা। ধানবাদের আগে চৌধুরীবাঁধ-পরেশনাথ স্টেশনের মাঝের রেললাইনে বোমা থাকার আশঙ্কায় থামানো হয় তিনটি রাজধানী এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। ইস্ট-সেন্ট্রাল রেলওয়ে ডিভিশনের চৌধুরীবাঁধ স্টেশনে আটকে পড়ে দিল্লি-শিয়ালদহ ও দিল্লি-হাওড়া, এই ২টি রাজধানী এক্সপ্রেস। দিল্লি-ভুবনেশ্বর রাজধানী দাঁড়িয়ে থাকে ভুবনেশ্বরে। রেললাইনে বোমা থাকা আশঙ্কার কথা জানানো হয় স্থানীয় গিরিডি থানার পুলিশকে। বম্ব স্কোয়াড-সহ ঘটনাস্থলে পুলিশবাহিনী পৌঁছয়। রেল লাইনগুলিতে জোরদার তল্লাশি শুরু হয়। অবশেষে আপ লাইনে একটি টিফিন কৌটোর মধ্যে থেকে উদ্ধার হয় বোমা। জঙ্গলে নিয়ে গিয়ে বোমাটিকে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। এই মুহূর্তে ইস্ট-সেন্ট্রাল ডিভিশনে ফের স্বাভাবিক হচ্ছে রেল চলাচল। |